সু অ্যান ল্যাংডন

সু অ্যান ল্যাংডন (ইংরেজি: Sue Ane Langdon; জন্ম: সু লুকহফ, ৮ মার্চ ১৯৩৬) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি টেলিভিশন ধারাবাহিক আর্নি-এ অভিনয়ের জন্য সুপরিচিত এবং এই কাজের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার অর্জন করেন।[1] এছাড়া তিনি ডজন খানেক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হল জিন কেলি পরিচালনায় হেনরি ফন্ডাগ্লেন ফোর্ডের বিপরীতে দ্য রাউন্ডার্স এবং এলভিস প্রেসলির রুস্টাবাউটফ্র্যাঙ্কি অ্যান্ড জনি

সু অ্যান ল্যাংডন
Sue Ane Langdon
১৯৫৮ সালে ল্যাংডন
জন্ম
সু লুকহফ

(1936-03-08) ৮ মার্চ ১৯৩৬
মাতৃশিক্ষায়তনআইডাহো স্টেট বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৫৯-১৯৯১
দাম্পত্য সঙ্গীজ্যাক এমরেক
(বি. ১৯৫৯; মৃ. ২০১০)

অভিনয়ের পাশাপাশি তিনি রেডিও সিটি মিউজিক হলে গান পরিবেশন করতেন এবং মঞ্চনাটকে অভিনয় করতেন। ১৯৬০-এর দশকে মাঝামাঝি সময়ে তিনি ব্রডওয়ে মঞ্চে সঙ্গীতনাট্য দ্য অ্যাপল ট্রি-এ অ্যালান আলডার বিপরীতে অভিনয় করেন। ১৯৭৬ সালে তিনি দ্য লিটল থিয়েটার অন দ্য স্কয়ারে হেলো ডলি নাটকে অভিনয় করেন।[2]

তথ্যসূত্র

  1. "Sue Ane Langdon"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৯
  2. শার্বি, বেথ; পালমার, পিটার (২০০০)। The Little Theatre on the Square: Four Decades of a Small-Town Equity Theatre। সাউদার্ন বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১০৮। আইএসবিএন 978-0-8093-2354-8।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.