সুসো
হেসুস হোয়াকিন ফের্নান্দেস সায়েন্স দে লা তোরে (স্পেনীয়: [xeˈsus xoaˈkim feɾˈnandeθ ˈsaenθ ðe la ˈtore], ইংরেজি: Suso; জন্ম: ১৯ নভেম্বর ১৯৯৩; সুসো ([ˈsuso]) নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগায় সেভিয়া (ইতালীয় ক্লাব এসি মিলান হতে ধারে) এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পাশের আক্রমণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হেসুস হোয়াকিন ফের্নান্দেস সায়েন্স দে লা তোরে[1] | ||
জন্ম | ১৯ নভেম্বর ১৯৯৩ | ||
জন্ম স্থান | কাদিস, স্পেন | ||
উচ্চতা | ১.৭৭ মিটার (৫ ফুট ৯ ১⁄২ ইঞ্চি)[2] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
সেভিয়া (এসি মিলান হতে ধারে) | ||
জার্সি নম্বর | ১৪ | ||
যুব পর্যায় | |||
২০০৪–২০১০ | কাদিস | ||
২০১০–২০১২ | লিভারপুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১২–২০১৫ | লিভারপুল | ১৪ | (০) |
২০১৩–২০১৪ | → আলমেরিয়া (ধার) | ৩৩ | (৩) |
২০১৫– | এসি মিলান | ১২৬ | (২১) |
২০১৬ | → জেনোয়া (ধার) | ১৯ | (৬) |
২০২০– | → সেভিয়া (ধার) | ১২ | (১) |
জাতীয় দল‡ | |||
২০০৯–২০১০ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ৭ | (৫) |
২০১১–২০১২ | স্পেন অনূর্ধ্ব-১৮ | ৫ | (০) |
২০১২ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৯ | (১) |
২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২০ | ৮ | (১) |
২০১২–২০১৩ | স্পেন অনূর্ধ্ব-২১ | ৫ | (০) |
২০১৭– | স্পেন | ৫ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৪৩, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৪৩, ২ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০৪–০৫ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব কাদিসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সুসো ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি লিভারপুলের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১২–১৩ মৌসুমে, লিভারপুলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, লিভারপুলের হয়ে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ১৪ ম্যাচ খেলেছেন। পরবর্তীতে তিনি আলমেরিয়া এবং জেনোয়ার হয়ে ধারে খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি ১.৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুল হতে ইতালীয় ফুটবল ক্লাব এসি মিলানে যোগদান করেছেন এবং বর্তমানে তিনি সেভিয়ার হয়ে ধারে খেলছেন।
দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, সুসো এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যেটি তিনি এসি মিলানের হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন; যেটি হচ্ছে ২০১২ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।
তথ্যসূত্র
- "Suso: Jesús Joaquín Fernández Sáenz de la Torre"। BDFutbol। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪।
- "Archived copy"। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৫।
বহিঃসংযোগ
- সকারওয়েতে সুসো (ইংরেজি)
- সকারবেসে সুসো (ইংরেজি)
- লিভারপুলে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে সুসো
- ইএসপিএন এফসিতে সুসো (ইংরেজি)