সুলেইমান শাহ
সুলেইমান শাহ (উসমানীয় তুর্কি: سلیمان شاه; বর্তমান তুর্কি: Süleyman Şah[1]) ছিলেন উসমানীয় সাম্রাজ্যের ঐতিহ্য অনুযায়ী কায়া আল্প এর পুত্র এবং আর্তগোল এর পিতা ছিলেন; যিনি উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানের পিতা ছিলেন। যাহোক উসমানীয় সাম্রাজ্যর বংশবৃতান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সবাই একমত হননি। উসমানের পূর্বপুরুষদের মধ্যে উল্লেখযোগ্য একজন হিসেবে সুলেইমান শাহের কথা উল্লেখ করতে অনেকে ব্যর্থ হন। পরবর্তীতে অবশ্য উসমান এবং সুলেইমান শাহের মধ্যে সম্পর্ক উপস্থাপনা করা হয়।[2] তার অন্যান্য সন্তানদের মধ্যে ছিলেন সারু যতি। বলা হয়ে থাকে যে, সিরিয়ার ইউফ্রেটিস ( ফোরাত নদী ) অতিক্রম করার সময় সুলেমান পানিতে ডুবে মৃত্যুবরণ করেন ১২৩১ সালে । কালত জাবর বা তার কাছাকাছি একটি উসমানীয় সমাধিস্থলে ঐতিহাসিকভাবে সুলেইমান শাহের সমাহিত করা হয়।[3]
সুলেইমান শাহ Suleyman Shah سلیمان شاه | |||||
---|---|---|---|---|---|
কায়ি গোষ্ঠী এর প্রধান (প্রাক-উসমানীয় সাম্রাজ্য) | |||||
রাজত্ব | খ্রীঃ ১২১৪ - খ্রীঃ ১২২৭ | ||||
পূর্বসূরি | কায়া আল্প | ||||
উত্তরসূরি | [আর্তুগ্রুল]] | ||||
মৃত্যু | খ্রীঃ ১২৩১ ইউফ্রেটিস,আলেপ্পো | ||||
দাম্পত্য সঙ্গী | হায়মা হাতুন | ||||
বংশধর | আর্তুগ্রুল দুন্দার গুন্দুগ্দু সঙ্গুরতেকিন | ||||
| |||||
পিতা | কায়া আল্প | ||||
ধর্ম | ইসলাম |
আরো দেখুন
তথ্যসূত্র
- "Kanuni kadar romantik ve edip biri yoktur"। MЭLLЭYET HABER - TЬRKЭYE'NЭN HABER SЭTESЭ।
- İnalcık, Halil (২০০৭)। "Osmanlı Beyliği'nin Kurucusu Osman Beg"। Belletin। 7: 484–90।
- Sourdel, D. (২০০৯)। "ḎJ̲abar or Ḳalat ḎJ̲abar"। P. Bearman; Th. Bianquis; C.E. Bosworth; ও অন্যান্য। Encyclopaedia of Islam (2nd সংস্করণ)। Brill online।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.