সুলতানপুর ইউনিয়ন, দেবিদ্বার

সুলতানপুর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন

সুলতানপুর
ইউনিয়ন
১৪নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ
সুলতানপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সুলতানপুর
সুলতানপুর
সুলতানপুর বাংলাদেশ-এ অবস্থিত
সুলতানপুর
সুলতানপুর
বাংলাদেশে সুলতানপুর ইউনিয়ন, দেবিদ্বারের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩০′৪৩″ উত্তর ৯০°৫৯′২৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাদেবিদ্বার উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
  চেয়ারম্যানমো: হুমায়ূন কবির
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৩০

আয়তন

১০.৩৬ বর্গ কিলোমিটার

জনসংখ্যা

২৯,৫৫০ জন (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)।

ইতিহাস

সুলতানপুর ইউনিয়ন পূর্বে ১৪নং ধামতী দক্ষিণ ইউনিয়ন নামে পরিচিত ছিল।

অবস্থান ও সীমানা

দেবিদ্বার উপজেলার দক্ষিণাংশে সুলতানপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে ভানী ইউনিয়ন, উত্তরে ধামতী ইউনিয়ন, পূর্বে মোহনপুর ইউনিয়নবরকামতা ইউনিয়ন এবং দক্ষিণে চান্দিনা পৌরসভাচান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সুলতানপুর ইউনিয়ন দেবিদ্বার উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫২নং নির্বাচনী এলাকা কুমিল্লা-৪ এর অংশ।

শিক্ষা প্রতিষ্ঠান

(০১) সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৭ টি ।

               (০২) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫ টি ।
               (০৩) উচ্চ বিদ্যালয় - ০৫ টি ।
               (০৪) মাদ্রাসা - ০২ টি ।
               (০৫) এতিম খানা - ০৪ টি ।

যোগাযোগ ব্যবস্থা

পাকা রাস্তা - ১২ কিলোমিটার ।

হাট-বাজার

তুলাগাঁওবাজার

দর্শনীয় স্থান

নুরমানির চর জামে মসজিদ, ব্রিটিশ আমলের তৈরী।

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান:অধ্যক্ষ মো: হুমায়ূন কবির।

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.