সুরেশ রঞ্জন বসাক
সুরেশ রঞ্জন বসাক (জন্ম ১৯৫৩) একজন বাংলাদেশী অনুবাদক ও সাহিত্য সমালোচক। তিনি প্রায় চার দশক ধরে মৌলিক লেখার পাশাপাশি কবিতা, প্রবন্ধ, গল্প ও উপন্যাস অনুবাদ করেছেন। অনুবাদ সাহিত্যে অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[1][2][3]
সুরেশ রঞ্জন বসাক | |
---|---|
জন্ম | ১৯৫৩ চট্টগ্রাম জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) |
পেশা | অনুবাদক ও সাহিত্য সমালোচক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | পাকিস্তানি (১৯৫৩-১৯৭১) বাংলাদেশী (১৯৭১-বর্তমান) |
শিক্ষা প্রতিষ্ঠান | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
ধরন | অনুবাদ সাহিত্য ও তুলনামূলক মৌলিক সাহিত্য |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১) |
সন্তান | তিন সন্তান |
জীবনী
ড. বসাক ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[4]
তিনি নোবেল পুরস্কার বিজয়ী পাবলো নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসসহ অনেক দেশী বিদেশি কবি লেখকের বই বাংলা ও ইংরেজিতে অনুবাদ করেছেন। এছাড়া তিনি ল্যাটিন আমেরিকান, ক্যারিবিয়ান এবং এশিয়ান কবিতা নিয়ে মৌলিক বই লিখেছেন। পেশায় মূলত শিক্ষক অধ্যাপক বসাক বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। [4]
সাহিত্যকর্ম
- কাবুলের গ্রন্থবণিক
- একটি অপহরণ সংবাদ
- একশ’ বছরের ইংরেজি কবিতা
- এশিয়ার কবিতা
- ৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা
- বিশ্বকবিতায় নারীকণ্ঠ
- ২০ শতকের ল্যাটিন আমেরিকার কবিতা
- বাগদাদে একশো একদিন
- শতাব্দীর সাহিত্য
- গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্প
- পাবলো নেরুদার প্রেমের কবিতা
- রবীন্দ্রনাথ ও ত্রিশোত্তর বাংলা কবিতা
- কালের কবিতা ও অন্যান্য প্রবন্ধ
- বিশ শতকের বিশ্বকবিতা
- কনসেনট্রেশন ক্যাম্পঃ কবি অকবি প্রত্যক্ষদর্শী ও পরোক্ষদর্শীদের কবিতা
- সাহিত্যঃ নিকট সময় দূরের দেশ
- An Introduction to Poetry'
- ' The Human Hole' ( translation of Moinul Ahsan Saber's novel 'Simaboddho'
- A Postcolonial Reading: E.M.Forster, Mulk Raj Anand and Gabriel Garcia Marquez
পুরস্কার ও সম্মাননা
- ২০২১: অনুবাদ সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার[5]
তথ্যসূত্র
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন"। দ্য ডেইলি স্টার। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"। দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২১। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১।
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"। বাংলা একাডেমি ওয়েবসাইট।
- "মনের আনন্দে লিখি"। দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১।
- "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"। বাংলা ট্রিবিউন। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।