সুরেশ রঞ্জন বসাক

সুরেশ রঞ্জন বসাক (জন্ম ১৯৫৩) একজন বাংলাদেশী অনুবাদক ও সাহিত্য সমালোচক। তিনি প্রায় চার দশক ধরে মৌলিক লেখার পাশাপাশি কবিতা, প্রবন্ধ, গল্প ও উপন্যাস অনুবাদ করেছেন। অনুবাদ সাহিত্যে অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[1][2][3]

সুরেশ রঞ্জন বসাক
জন্ম১৯৫৩
চট্টগ্রাম জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
পেশাঅনুবাদক ও সাহিত্য সমালোচক
ভাষাবাংলা
জাতীয়তাপাকিস্তানি (১৯৫৩-১৯৭১)
বাংলাদেশী (১৯৭১-বর্তমান)
শিক্ষা প্রতিষ্ঠানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ধরনঅনুবাদ সাহিত্য ও তুলনামূলক মৌলিক সাহিত্য
উল্লেখযোগ্য পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)
সন্তানতিন সন্তান

জীবনী

ড. বসাক ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[4]

তিনি নোবেল পুরস্কার বিজয়ী পাবলো নেরুদা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসসহ অনেক দেশী বিদেশি কবি লেখকের বই বাংলা ও ইংরেজিতে অনুবাদ করেছেন। এছাড়া তিনি ল্যাটিন আমেরিকান, ক্যারিবিয়ান এবং এশিয়ান কবিতা নিয়ে মৌলিক বই লিখেছেন। পেশায় মূলত শিক্ষক অধ্যাপক বসাক বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। [4]

সাহিত্যকর্ম

  • কাবুলের গ্রন্থবণিক
  • একটি অপহরণ সংবাদ
  • একশ’ বছরের ইংরেজি কবিতা
  • এশিয়ার কবিতা
  • ৭০০ বছরের ইংরেজি প্রেমের কবিতা
  • বিশ্বকবিতায় নারীকণ্ঠ
  • ২০ শতকের ল্যাটিন আমেরিকার কবিতা
  • বাগদাদে একশো একদিন
  • শতাব্দীর সাহিত্য
  • গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গল্প
  • পাবলো নেরুদার প্রেমের কবিতা
  • রবীন্দ্রনাথ ও ত্রিশোত্তর বাংলা কবিতা
  • কালের কবিতা ও অন্যান্য প্রবন্ধ
  • বিশ শতকের বিশ্বকবিতা
  • কনসেনট্রেশন ক্যাম্পঃ কবি অকবি প্রত্যক্ষদর্শী ও পরোক্ষদর্শীদের কবিতা
  • সাহিত্যঃ নিকট সময় দূরের দেশ
  • An Introduction to Poetry'
  • ' The Human Hole' ( translation of Moinul Ahsan Saber's novel 'Simaboddho'
  • A Postcolonial Reading: E.M.Forster, Mulk Raj Anand and Gabriel Garcia Marquez

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ জন"দ্য ডেইলি স্টার। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১
  2. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"দৈনিক ইত্তেফাক। ২৫ জানুয়ারি ২০২১। ৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২১
  3. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার"বাংলা একাডেমি ওয়েবসাইট
  4. "মনের আনন্দে লিখি"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২১
  5. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন"বাংলা ট্রিবিউন। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.