সূর্য (অভিনেতা)

সর্বনন শিবকুমার (জন্ম: ২৩ জুলাই ১৯৭৫) যিনি চলচ্চিত্র জগতে সূর্য নামেই সমধিক খ্যাত, ভারতীয় চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেতা।[2] তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে নান্দা (২০০১), কাকা কাকা (২০০৩), পিটামাগান (২০০৩), পেরাজাগান (২০০৪), গজনী (২০০৫), ভেল (২০০৭), বারনাম আয়িরাম (২০০৮), অয়ন (২০০৯) ও সিঙ্ঘাম (২০১০) উল্লেখযোগ্য। তার অভিনীত গাজনিসিংঘাম বলিউডে পুনঃনির্মিত হয়। রাম গোপাল ভার্মার রক্ত চলচ্চিত্রের (২০১০) মাধ্যমে বলিউডে তার যাত্রারাম্ভ হয়। তামিল চলচ্চিত্র শিল্পের সমালোচকেরা তাকে তামিল চলচ্চিত্র শিল্পের একজন নির্ভরযোগ্য পরিবেশনশিল্পী হিসেবে মূল্যায়ন করেছে। সমালোচকদের অভিমত সত্য কারণ তার প্রায় সকল চলচ্চিত্রই ব্লকব্লাস্টার হিট।

সূর্য
জন্ম (1975-07-23) ২৩ জুলাই ১৯৭৫[1]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা
পরিচিতির কারণতামিল অভিনেতা
দাম্পত্য সঙ্গীজ্যোতিকা

তার ছোট ভাই কার্ত্তিক শিবকুমারও একজন অভিনেতা। তার স্ত্রী চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা।

জন্ম ও কর্মজীবন

সর্বনন শিবকুমার ১৯৭৫ সালে তামিল চলচ্চিত্র অভিনেতা শিবকুমার এবং তার স্ত্রী লক্সমী ঘরে সরাবরণ হিসেবে জন্মগ্রহণ করেন।তিনি পদ্মা সেসাদ্রী বালা ভবন স্কুল এবং চেন্নাই এর সেন্ট. বেদ্বের আঙ্গলো ভারতীয় উচ্চ মাধ্যমিক স্কুলে যোগ দান,এবং চেন্নাই এর লোয়োলা কলেজ থেকে বি.কম স্নাতক ডিগ্রি প্রাপ্ত করেন।সর্বনন শিবকুমারের দুই ভাইবোন আছে, এক ভাই কার্ত্তিক এবং এক বোন বৃন্দা।

সর্বনন শিবকুমার জ্যোতিকার সাথে বিবাহ করেন, যিনি তার সাথে সাতটি চলচ্চিত্রে কাজ করেছেন।এই দম্পতি,কয়েক বছর একসাথে হওয়ার পর,তারা ১১ সেপ্টেম্বর, ২০০৬ সালে একত্রে বিবাহ করেন।তাদের দুইজন সন্তান আছে,এক কন্যা দিয়া(জন্ম ১০ আগস্ট, ২০০৭) এবং এক পুত্র দেব(জন্ম ০৭ জুন, ২০১০)।

অভিনীত চলচ্চিত্র

বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৭নেরেকু নেরসূর্য
১৯৯৮কাধাহলে নিমান্দিচান্দ্রু
সান্ধিপ্পমাবিশয়া
১৯৯৯পেরিয়ানাসূর্য
পুবেলাম কেট্টাউপারকৃষ্ণা
২০০০উরিলে কালান্তাথু সূর্য
২০০১ফ্রেন্ডসচান্দ্রু
নান্দানান্দা
২০০২উনানি নিনাইথুসূর্য
শ্রীশ্রী
মনুয়াম পেসিয়াধেগৌতম
২০০৪কাকা কাকাআনবুসেল্বান
পিটামাগানশক্তি
২০০৪পেরাজাগানকার্তিক
চীনা
আয়তা ইজাথু মাইকেল বাসান্ত
২০০৫মায়াবীবালাবি
গজনীসাঞ্জয় রামাসামি(মানুহার)
আরুআরুমুগাম(আরু)
২০০৬জুন আররাজা
সিলানু অরু কাধালগৌতম
২০০৭বেলবেত্রিবেল,
বাসুদেব
২০০৮খুশিলাননিজ
বারনাম আয়িরামকৃষ্ণান,
সূর্য কৃষ্ণান
২০০৯আয়ানদেবরাজ বেলুসুয়ামি
আধাবানমাধাবান সুব্রিয়ামানিয়াম
(আধাবান/মুরুগান)
২০১০সিংহামসূর্যসিংহাম
রক্ত চরিত্রসূর্যনারায়ণ রেডি
মামধান আম্বুনিজ
২০১১নিজ
আবান ইবাননিজ
৭আম আরিবুবধিধর্ম,
আরবিন্দ
২০১২মাত্রানআখিলান
বিম্লান
২০১৩চেন্নাই অর নালনিজ
সিংহামসূর্যসিংহাম
২০১৪নিনায়াতু ইয়ারোনিজ
আঞ্জানরাজু ভাই/কৃষ্ণ
২০১৫ মাস
২০১৬ ২৪অ্যাথরেয়া,মনিকন্দন,সেথুরামান
২০২১ জয় ভীম রুদ্র

পুরস্কার ও সম্মাননা

  • ২০১০ সাল পর্যন্ত অভিনেতা সূর্য ৩টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও ৩টি ফিল্ম ফেয়ার পুরস্কার এবং ১টি ইটফা পুরস্কার অর্জন করেন।[3]

তথ্যসূত্র

  1. "Dashing Suriya's birthday bash – Tamil Movie News"। IndiaGlitz। ২৪ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১১
  2. "A career high film for Surya"। Rediff। ১১ আগস্ট ২০০৩। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২
  3. "Film Fare Awards 2008 announced"। Behindwoods। ১ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.