সুরাট মেট্রো
সুরাট মেট্রো একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা, যা গুজরাতেরাট শহরের জন্য প্রস্তাবিত। কেন্দ্রীয় সরকার ১১ মার্চ ২০১৯ সালে সুরাট মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ২ টি মেট্রো রেল করিডোর রয়েছে এবং মেট্রো করিডোর দুটির মোট দৈর্ঘ্য ৪০.৩৫ কিলোমিটার। প্রকল্পটিতে ৫ বছরের মধ্যে আনুমানিক খরচ হবে ১২,০২০.৩২ কোটি টাকা।
সুরাট মেট্রো | |
---|---|
তথ্য | |
অবস্থান | সুরাট, গুজরাত |
ধরন | দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা |
লাইনের সংখ্যা | ২ (পর্যায়- ১) |
বিরতিস্থলের সংখ্যা | ৩৭ |
কাজ | |
পরিচালক | গুজরাত মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড |
দৈর্ঘ্য | ৩ কোচ |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ৪০.৩৫ কিলোমিটার (২৫.০৭ মা) |
গতিপথ গেজ | ১,৪৩৫ এমএম (৪ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) স্ট্যান্ডার্ড গেজ |
বিদ্যুতায়ন | ৭৫০ ভোল্ট ডিসি তৃতীয় রেল |
উন্নয়ন
আগস্ট ২০১২ সালে, সুরাট পৌর কর্পোরেশন (এসএমসি) মেট্রো প্রকল্পের জন্য চারটি রেল রুট প্রস্তাব করেছিল।[1][2] ২০১৭ সালের জানুয়ারিতে গুজরাত সরকার দুটি করিডোড অনুমোদন করেছিল। করিডোর দুটি হল- সার্থানা, ভারাচহ থেকে ড্রিম সিটি (২২ কিলোমিটার বা ১৪ মাইল) এবং বৈশান ডিপো থেকে সারলি (১৮ কিলোমিটার বা ১১ মাইল) পর্যন্ত বিস্তৃত।
অবস্থা
তথ্যসূত্র
- "SMC to check feasibility of four Metro routes". DNA India. 2 August 2012. Retrieved 7 August 2012.
- "Narendra Modi announces state's approval to Surat Metro train project"। DeshGujarat.com। ১১ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৩।
- "PIB has approved the DPR of Surat Metro"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৮।
- "DPR approved by Union govt"। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.