সুরাজপুর মানিকপুর ইউনিয়ন
সুরাজপুর মানিকপুর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন।
সুরাজপুর মানিকপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() সুরাজপুর মানিকপুর ![]() ![]() সুরাজপুর মানিকপুর | |
স্থানাঙ্ক: ২১°৪৫′৪৫″ উত্তর ৯২°৮′৫১″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | চকরিয়া উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | আজিমুল হক আজিম (বাংলাদেশ আওয়ামীলীগ) |
আয়তন | |
• মোট | ৯.২৪ বর্গকিমি (৩.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১৫,০০০ |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ১৯.৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৪০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের আয়তন ২২৮৪ একর (৯.২৪ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সুরাজপুর মানিকপুর ইউনিয়নের লোকসংখ্যা ১৫,০০০ জন। এর মধ্যে পুরুষ ৭,৬০০ জন এবং মহিলা ৭,৪০০ জন।[2]
অবস্থান ও সীমানা
চকরিয়া উপজেলার পূর্বাংশে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের অবস্থান। চকরিয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে ফাঁসিয়াখালী ইউনিয়ন ও কাকারা ইউনিয়ন, উত্তরে বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়ন, পূর্বে বমু বিলছড়ি ইউনিয়ন ও বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং দক্ষিণে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন অবস্থিত।
নামকরণ
ইংরেজ সভ্যতার জাহাজ যখন এ অঞ্জলে নোঙর করে তখন একটি এলাকা মনোমুগ্ধকর হলে মানচিত্র খুলে ছক দিয়ে এরিয়া (ছক এরিয়া) দিয়ে চিহ্নিত করে রাখে। এই ছক এরিয়াই আজকের চকরিয়া। এই চকরিয়ার বড় সমতল এলাকাটাই সুরাজপুর-মানিকপুর। অনুসন্ধানে জানা যায়, ১৮৯৮ সালে ব্রিটিশ সার্ভেয়ার জনাব শারমিন সাহেব সুরাজপুর-মানিকপুরের পূর্ব পাশে হাটখোলা পাহাড়ে বসে যখন সিএস জরিপ করছিলেন তখন এই এলাকাকে সুরাজপুর-মানিকপুর নামে উল্লেখ করছিলেন।[3]
প্রশাসনিক কাঠামো
সুরাজপুর মানিকপুর ইউনিয়ন চকরিয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চকরিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। পোস্ট কোড ঃ মানিকপুর-৪৭৪১
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর মানিকপুর |
২নং ওয়ার্ড | মধ্যম উত্তর মানিকপুর |
৩নং ওয়ার্ড | মধ্যম মানিকপুর |
৪নং ওয়ার্ড | দক্ষিণ মানিকপুর |
৫নং ওয়ার্ড | দক্ষিণ মানিকপুর |
৬নং ওয়ার্ড | ভিলজাপাড়া |
৭নং ওয়ার্ড | মগপাড়া বিল |
৮নং ওয়ার্ড | উত্তর সুরাজপুর |
৯নং ওয়ার্ড | সুরাজপুর |
শিক্ষা ব্যবস্থা
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের সাক্ষরতার হার ১৯.৪৫%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৭ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
![](../I/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8_%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6_.jpg.webp)
- মাধ্যমিক বিদ্যালয়
[5]• সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- মানিকপু্র দারুল ফোরামহিলা দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
• সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সুরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম আয়শা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকপুর বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাহ আজমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সুরাজপুর মানিকপুর ইউনিয়নে যোগাযোগের সড়ক হল
- রোড১: চকরিয়া নিউমার্কেট স্টেশন হতে সিকলঘাট-মানিকপুর-ইয়াংছা সড়ক হয়ে পরিষদ ১০ কি.মি ।
- রোড২: চকরিয়া নিউমার্কেট স্টেশন হতে সিকলঘাট-মানিকপুর সড়ক হয়ে মানিকপুর বাজার ১২ কি.মি
- রোড৩: চকরিয়া হতে লামা-আলিকদম সড়ক এবং ইয়াংছা-মানিকপুর সড়ক হয়ে ইউনিয়ন পরিষদ ১৬ কি.মি।
প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।
ধর্মীয় উপাসনালয়
সুরাজপুর মানিকপুর ইউনিয়নে ২১টি মসজিদ, ২টি মন্দির ও ৫টি বিহার রয়েছে।[2]
খাল ও নদী
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী। এছাড়া রয়েছে
- ফাইতং খাল
- বোয়ালিয়ার ছড়া
হাট-বাজার
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল মানিকপুর পুরাতন বাজার এবং মানিকপুর নতুন বাজার।[8]
অর্থনীতি
সুরাজপুর মানিকপুর ইউনিয়নের জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি। কৃষিকাজের মধ্যে ধান চাষ এবং তামাক চাষই একমাত্র আয়ের উৎস।
![](../I/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95_%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4.jpg.webp)
এছাড়া ব্যবসা বাণিজ্য, সেবা, পরিবহন, প্রবাসী, চাকুরিজীবী সহ বিভিন্ন পেশার লোক রয়েছে।
দর্শনীয় স্থান
- নিভৃত নিসর্গ পার্ক
- উত্তর মানিকপুর ফাইতং আশ্রয়ণ ক্যাম্প
- চেয়ারম্যান এর বাগান
- কিউকের মসজিদ
- পাহাড়ের বৌদ্ধ মন্দির
- ঝিরিপথ ও পাহাড়ি জনপদ
বীর মুক্তিযোদ্ধা
- নজির আহমদ
- আক্তার আহমদ
- পরিমল কান্তি বড়ুয়া
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আজিমুল হক আজিম
আরও দেখুন
তথ্যসূত্র
- "চকোরিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "এক নজরে সুরাজপুর মানিকপুর - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- "সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ইতিহাস - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
- "মাধ্যমিকবিদ্যালয় - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd।
- "মাদ্রাসা - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41205&union=16%5B%5D
- "হাট বাজারের তালিকা - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd।
- "দর্শনীয়স্থান - সুরজপুর মানিকপুর ইউনিয়ন - সুরজপুর মানিকপুর ইউনিয়ন"। surajpurmanikpurup.coxsbazar.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭।
<ref>মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়="https://molwa.gov.bd/site/page/1902d11c-401d-4e8d-8084-724868734701/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%96%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE"/মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়>