সুরমা এক্সপ্রেস

সুরমা মেইল (ট্রেন নাম্বার-০৯/১০( বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি কমলাপুর থেকে সিলেট যাত্রাপথে গাজীপুর জেলা, নরসিংদী জেলা, কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা হবিগঞ্জ জেলামৌলভীবাজার জেলাকে সংযুক্ত করে।[1][2]

সুরমা মেইল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনমেইল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকমলাপুর রেলওয়ে স্টেশন
শেষসিলেট রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১৩ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং০৯/১০
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার ( ফুট   ইঞ্চি)

যাত্রাপথ

সুরমা মেইল, কমলাপুর> টঙ্গী> ভৈরব বাজার> আখাউড়া> শায়েস্তাগঞ্জ> কুলাউড়া> সিলেট মিটারগেজ রেলপথে চলাচল করে এবং যাত্রাপথে প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সুরমা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে উল্লেখ করা হলো:

সময়সূচি

  • ঢাকা থেকে ছাড়ে রাত ১০টা ৫০ মিনিটে, সিলেট পৌঁছায় সকাল ১২টা ১০ মিনিটে।
  • সিলেট থেকে ছাড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, ঢাকা পৌঁছায় সকাল ৯টা ১৫ মিনিটে।[3]

তথ্যসূত্র

  1. "ভৈরবে সুরমা মেইল থেকে মাদকসহ ট্রেন পরিচালক আটক"Bangladesh Today। ২০২১-০১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১
  2. প্রতিনিধি, উপজেলা। "মাধবপুরে রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ১"আজকের পত্রিকা - Ajker Patrika। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১
  3. "ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা - ২০২০"আমার ট্রেন। ২০২০-০১-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.