সুরক্ষা সেবা বিভাগ
সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনস্থ বাংলাদেশ সরকারের একটি বিভাগ যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা আইন প্রয়োগকারী নয় এমন সংস্থাগুলো পরিচালনা করে।[1][2] আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব।[3]
গঠিত | ২০১৬ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা |
সচিব | আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী |
ওয়েবসাইট | সুরক্ষা সেবা বিভাগ |
ইতিহাস
বাংলাদেশ সরকার ২০১৬ সালের ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুটি ভিন্ন বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়, সুরক্ষা সেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ।[4] ২০ জানুয়ারি, ২০১৭ সালে সরকার মন্ত্রণালয়ের বিভাজন এবং দুটি বিভাগ গঠনের বিষয়ে সরকারী গেজেট জারি করে।[5][6]
সংস্থা
তথ্যসূত্র
- "Vision and Mission"। ssd.gov.bd। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- "23rd BCG anniversary tomorrow"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- "Secretary"। ssd.gov.bd/। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- "Home ministry split into 2 divisions"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- "Gazette on home ministry's split"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- "Bangladesh-UK 3rd Strategic Dialogue tomorrow"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
- "Home"। ssd.gov.bd। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.