সুয়ালক ইউনিয়ন
সুয়ালক বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত বান্দরবান সদর উপজেলার একটি ইউনিয়ন।
সুয়ালক | |
---|---|
ইউনিয়ন | |
৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদ | |
সুয়ালক সুয়ালক | |
স্থানাঙ্ক: ২২°৯′৯″ উত্তর ৯২°১০′৪৩″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | বান্দরবান জেলা |
উপজেলা | বান্দরবান সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | উক্যনু মার্মা |
আয়তন | |
• মোট | ৭৩.৯৯ বর্গকিমি (২৮.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১১,৬৬০ |
• জনঘনত্ব | ১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯.৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৬০০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
সুয়ালক ইউনিয়নের আয়তন ১৮,২৮৩ একর (৭৩.৯৯ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুয়ালক ইউনিয়নের মোট জনসংখ্যা ১১,৬৬০ জন। এর মধ্যে পুরুষ ৬,২৪০ জন এবং মহিলা ৫,৪২০ জন। মোট পরিবার ২,২৯৩টি।[1]
অবস্থান ও সীমানা
বান্দরবান সদর উপজেলার মধ্যাংশে সুয়ালক ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বান্দরবান পৌরসভা; পূর্বে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন; দক্ষিণে টংকাবতী ইউনিয়ন এবং পশ্চিমে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন, বাজালিয়া ইউনিয়ন ও পুরানগড় ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস ও নামকরণ
১৯৮৪ সালে তৎকালীন বৃহত্তর তারাছা ইউনিয়ন থেকে সুয়ালক ইউনিয়ন গঠন করা হয়। সুয়ালক খালের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়।[2]
প্রশাসনিক কাঠামো
সুয়ালক ইউনিয়ন বান্দরবান সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[3]
- সুয়ালক
- প্রথম পাড়া
- মাঝের পাড়া
- হেডম্যান পাড়া
- সুলতানপুর
- বিশাড়ীখোলা
- আমতলী মার্মা পাড়া
- আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া
- গয়ালমারা
- ভাগ্যকূল
- কদুখোলা
- ডাইক্যাখোলা
- প্রান্তিক লেক
- কাইচতলী
- তুলাতলী
- উদরুক্যা
শিক্ষা ব্যবস্থা
সুয়ালক ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.৬%।[1] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়[4]
- ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়
- সুয়ালক উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[5]
- ভাগ্যকূল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আমতলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কদুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওয়াই হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফারুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাগ্যকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রামারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শ্যারণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুয়ালকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সুয়ালক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সুয়ালক ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
সুয়ালক ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সুয়ালক খাল।[6]
হাট-বাজার
সুয়ালক ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল সুয়ালক বাজার এবং মাঝেরপাড়া রাস্তার মাথা বাজার।[7]
দর্শনীয় স্থান
সুয়ালক ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[8]
- শৈলপ্রপাত
- প্রান্তিক লেক
- চিম্বুক টাওয়ার
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: উক্যনু মার্মা[9]
তথ্যসূত্র
- "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৯।
- "ইউনিয়নের ইতিহাস - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "উচ্চ বিদ্যালয় - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "নিন্ম মাধ্যমিক বিদ্যালয় - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "খাল ও নদী - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "হাত বাজার - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "দর্শনীয় স্থান - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
- "উক্যনু মার্মা - সুয়ালক ইউনিয়ন - সুয়ালক ইউনিয়ন"। suwalokup.bandarban.gov.bd। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।