সুবল সিং

সুবল সিং ছিলেন একজন ভারতীয় বিপ্লবী এবং চুয়াড় বিদ্রোহের প্রধান বিদ্রোহী । তিনি ১৭৬৯ সালে বেঙ্গল প্রেসিডেন্সিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুবল সিং ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ।[1][2]

সুবল সিং জঙ্গলমহলের কুইলাপাল পরগণার জায়গিরদার ছিলেন।[3] ১৭৬৫ সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলার জঙ্গলমহল জেলায় রাজস্ব সংগ্রহ শুরু করে এবং পুরানো জমিদারদের পরিবর্তে নতুন জমিদার নিয়োগ করে। এর প্রতিবাদে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ সংঘটিত হয়, যাকে বলা হয় চুয়াড় বিদ্রোহ বা ভূমিজ বিদ্রোহ। অপসারিত জমিদারদের মধ্যে ধলভূম, বাদাভূম, মানভূম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, রায়পুর, অমেয়াপুর, পাঞ্চেত প্রভৃতি জমিদাররা ছিলেন বিশিষ্ট।[4]

১৭৬৮ সালে, রাজা জগন্নাথ ধলকে ধরার জন্য ব্রিটিশ সেনাবাহিনী ধলভূমে পৌঁছালে, দামপাদের সর্দার জগন্নাথ পাতরের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয় , যাতে চাকুলিয়া ও কোকপাড়ার ভূমিজ জমিদার, পাইক এবং কৃষকরা বিদ্রোহ করে। ১৭৬৯ সালে, সুবল সিং, জগন্নাথ সিং পাতার এবং শ্যাম গুঞ্জাম সিংয়ের নেতৃত্বে আবারও ৫০০০ ভূমিজ (চুয়াড়) লোক বাদাভূম এবং ধলভূমে প্রবলভাবে বিদ্রোহ করে।[5][6][7] এরপর ব্রিটিশ সরকার বিদ্রোহ দমনের জন্য ক্যাপ্টেন গুডইয়ারকে পাঠায়।[8] ১৭৭০ সালের জানুয়ারিতে, লেফটেন্যান্ট নানকে সুবল সিংকে বন্দী করার এবং অবিলম্বে তাকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দেওয়া হয়।[9] পরবর্তীতে অন্যান্য ভূমিজ জমিদার, সর্দারদের নেতৃত্বে ১৮৩৩ সাল পর্যন্ত এই বিদ্রোহ চলতে থাকে।

১৭৭০ সালের ৮ জানুয়ারী সুবল সিংকে বন্দী করে ফাঁসি দেওয়া হয়। সুবল সিং ছিলেন ' চুয়াদ বিদ্রোহ' -এর প্রথম শহীদ , ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিদ্রোহ।[10]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Pen, A. Writing (২০২২-০৪-২৪)। "Role of Tribal Communities in India's Fight for Independence"International Journal of Research (IJR) (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯
  2. Saha, Sheela; Saha, D. N. (২০০৪)। The Company Rule in India: Some Regional Aspects (ইংরেজি ভাষায়)। Kalpaz Publications। আইএসবিএন 978-81-7835-251-0।
  3. Das, Binod Sankar (১৯৮৪)। Changing Profile of the Frontier Bengal, 1751-1833 (ইংরেজি ভাষায়)। Mittal Publications।
  4. Dāsa, Narendranātha (১৯৫৬)। History of Midnapore (ইংরেজি ভাষায়)। G. Das।
  5. Bengal (India), West (১৯৮৫)। West Bengal District Gazetteers: Puruliya (ইংরেজি ভাষায়)। State editor, West Bengal District Gazetteers।
  6. India's Struggle for Freedom: Role of Associated Movements (ইংরেজি ভাষায়)। Agam Prakashan। ১৯৮৫।
  7. Chaudhuri, Sashi Bhusan (১৯৫৫)। Civil Disturbances During the British Rule in India, 1765-1857 (ইংরেজি ভাষায়)। World Press। আইএসবিএন 978-0-598-57785-6।
  8. Das, Binod Sankar (১৯৭৩)। Civil Rebellion in the Frontier Bengal, 1760-1805 (ইংরেজি ভাষায়)। Punthi Pustak।
  9. Society, Bihar Research (১৯৬০)। The Journal of the Bihar Research Society (ইংরেজি ভাষায়)।
  10. "मुदासाई चौक का नामकरण, शहीद सुबल सिंह भूमिज चौक हुआ"Hindustan (hindi ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.