সুন্দররজন পদ্মনবন

এস পদ্মনবন ভারতের সামরিক বাহিনীর একজন জেনারেল ছিলেন। তিনি ১৯৪০ সালের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং রাষ্ট্রীয় ভারতীয় সামরিক মহাবিদ্যালয়ে পড়া শেষে ১৯৫৬ সালে জাতীয় প্রতিরক্ষা বিদ্যায়তনে যোগ দিয়ে তিন বছরের মাথায় গোলন্দাজ শাখায় অফিসার পদ লাভ করেন।[1][2] পদ্মনবন ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত একটি ব্রিগেডের অধিনায়কত্ব, মার্চ ১৯৯১ থেকে আগস্ট ১৯৯২ পর্যন্ত একটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্ব করেন।[3] তিনি ১৯৯২ এর সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের জুন পর্যন্ত ৩য় কোরের প্রধান স্টাফ কর্মকর্তা ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়ে তিনি পঞ্চদশ কোরের কমান্ডার হয়েছিলেন।

জেনারেল

সুন্দররজন পদ্মনবন

পিভিএসএম, এভিএসএম, ভিএসএম
ডাকনামপ্যাডি
জন্ম(১৯৪০-১২-০৫)৫ ডিসেম্বর ১৯৪০
আনুগত্য ভারত
সার্ভিস/শাখা ভারতীয় সেনাবাহিনী
কার্যকাল১৯৫৯-২০০২
পদমর্যাদা ভারতীয় জেনারেল
ইউনিট গোলন্দাজ রেজিমেন্ট
নেতৃত্বসমূহ দক্ষিণাঞ্চলীয় সেনাবাহিনী (ভারত)
উত্তরাঞ্চলীয় সেনাবাহিনী (ভারত)
সামরিক গোয়েন্দা পরিদপ্তরের মহাপরিচালক
পঞ্চদশ কোর
পুরস্কারপরম বিশিষ্ট সেবা ম্যাডেল
অতি বিশিষ্ট সেবা ম্যাডেল
বিশিষ্ট সেবা ম্যাডেল

সম্মাননা এবং পুরস্কার

তথ্যসূত্র

  1. "Lt. Gen. Padmanabhan, new Army Chief"The Hindu। ২০০০-০৮-০২। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-২৬
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৩-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-১৬
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.