সুনীল কুমার গুপ্ত
সুনীল কুমার গুপ্ত (৭ জুলাই ১৯১৪-৩০ এপ্রিল ২০০৯) বাংলাদেশের বরিশাল জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য।[1]
সুনীল কুমার গুপ্ত | |
---|---|
বাকেরগঞ্জ-৫ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ – ১২ ফেব্রুয়ারি ১৯৮২ | |
পূর্বসূরী | আবদুল মান্নান হাওলাদার |
উত্তরসূরী | এম. মতিউর রহমান |
বাকেরগঞ্জ-১ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | মোশারেফ হোসেন শাহজাহান |
উত্তরসূরী | আবুল হাসনাত আবদুল্লাহ |
মন্ত্রী -পশু সম্পদ মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
প্রতিমন্ত্রী -জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | |
কাজের মেয়াদ ১৯৮১ – ১৯৮২ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৭ জুলাই ১৯১৪ বরিশাল জেলা |
মৃত্যু | ৩০ এপ্রিল ২০০৯ বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | ডঃ অশোক গুপ্ত |
জন্ম ও প্রাথমিক জীবন
সুনীল কুমার গুপ্ত ৭ জুলাই ১৯১৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
সুনীল কুমার গুপ্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিয়ে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[2] জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে বাকেরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[3][4] এরশাদের মন্ত্রিসভায় তিনি পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[1]
মৃত্যু
সুনীল কুমার গুপ্ত ৩০ এপ্রিল ২০০৯ সালে ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[1]
তথ্যসূত্র
- "সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১ মে ২০০৯। ২২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০।
- "২য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।