সুনামগঞ্জ-৩

সুনামগঞ্জ-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৬ নং আসন।

সুনামগঞ্জ-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসুনামগঞ্জ জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার২,৯২,৫১১ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদএম এ মান্নান

সীমানা

সুনামগঞ্জ-৩ আসনটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাশান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৮৬ হুমায়ুন রশীদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[3][4]
১৯৮৭ (উপনির্বাচন) ফারুক রশিদ চৌধুরী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
১৯৮৮ ফারুক রশিদ চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)
১৯৯১ আব্দুস সামাদ আজাদ বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ গুলজার আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আব্দুস সামাদ আজাদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ আব্দুস সামাদ আজাদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৫ উপ-নির্বাচন শাহীনুর পাশা চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এম. এ. মান্নান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ এম. এ. মান্নান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ এম. এ. মান্নান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০১৪: সুনামগঞ্জ-৩[5]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এম. এ. মান্নান ৫৪,৩১৬ ৫৬.৯ -১২.৯
স্বতন্ত্র আজিজুস সামাদ আজাদ ৪১,১২৩ ৪৩.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৩,১৯৩ ১৩.৮ -২৬.৬
ভোটার উপস্থিতি ৯৫,৪৩৯ ৩৭.০ -৪৮.২
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: সুনামগঞ্জ-৩[6][7]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ এম. এ. মান্নান ১,৩৪,৫৫৯ ৬৯.৮
ইসলামী ঐক্য জোট শাহীনুর পাশা চৌধুরী ৫৬,৭৬৫ ২৯.৫
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) সাইদুর রহমান চৌধুরী ৭৮৮ ০.৪
বিকেএ মোঃ ইসহাক আমিনী ৬৩০ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৭৭,৭৯৪ ৪০.৪
ভোটার উপস্থিতি ১,৯২,৭৪২ ৮৫.২
ইসলামী ঐক্য জোট থেকে আওয়ামী লীগ অর্জন করে

আব্দুস সামাদ আজাদ ২০০৫ সালের এপ্রিলে মারা যান। জুলাই ২০০৫ সালের উপ-নির্বাচনে ইসলামী ঐক্যজোট-এর নেতা শাহিনুর পাশা চৌধুরী নির্বাচিত হন।

সাধারণ নির্বাচন ২০০১: সুনামগঞ্জ-৩[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুস সামাদ আজাদ ৬৯,৪২১ ৪৫.৮ +৬.১
বিএনপি শাহীনুর পাশা চৌধুরী ৬৩,৪৭৫ ৪১.৯ +২৫.৭
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আবু খালেদ চৌধুরী ১৭,৭৩৮ ১১.৭ প্র/না
কেএসজেএল মোঃ আবু হোসাইন ৩৪৫ ০.২ প্র/না
জাতীয় পার্টি তাহুর উদ্দিন ৩০৭ ০.২ প্র/না
স্বতন্ত্র এম এ মালেক খান ১৪২ ০.১ প্র/না
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) মোঃ আতাউর রহমান ১০৫ ০.১ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ৫,৯৪৬ ১৮.১ +৮.৪
ভোটার উপস্থিতি ১,৫১,৫৩৩ ৭১.৯ +৩.৭
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সুনামগঞ্জ-৩[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুস সামাদ আজাদ ৪২,৮৫১ ৩৯.৭ -৪.১
জাতীয় পার্টি ফারুক রশিদ চৌধুরী ৩২,৩২৮ ২৯.৯ +২.৪
বিএনপি দেওয়ান জয়নুল জাকীরিন ১৭,৪৫১ ১৬.২ +৪.৩
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শাহীনুর পাশা চৌধুরী ৮,৮৫১ ৮.২ -৭.৩
জামায়াতে ইসলামী সৈয়দ সালেহ আহমেদ ৩,১০৭ ২.৯ প্র/না
ইসলামী ঐক্য জোট মোঃ বদিউজ্জামান ১,৪৬৫ ১.৪ প্র/না
স্বতন্ত্র আব্দুল মোতালিব চৌধুরী ১,২৬৯ ১.২ প্র/না
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) সুজত আহমেদ চৌধুরী ২৪৩ ০.২ প্র/না
জাকের পার্টি কাজী আব্দুল করিম ২৩০ ০.২ প্র/না
ন্যাপ আব্দুল হান্নান ২১২ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,৫২৩ ৯.৭ -৬.৫
ভোটার উপস্থিতি ১,০৮,০০৭ ৬৮.২ +২৫.২
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: সুনামগঞ্জ-৩[8]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুস সামাদ আজাদ ৩৭,৭০১ ৪৩.৮
জাতীয় পার্টি ফারুক রশিদ চৌধুরী ২৩,৭২৩ ২৭.৫
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সৈয়দ শামসুল ইসলাম ১৩,৩৫৮ ১৫.৫
বিএনপি আনিসুল বারি চৌধুরী ১০,২৮৫ ১১.৯
জাসদ (রব) দেওয়ান ইস্কান্দার রেজা চৌধুরী ৬০৯ ০.৭
গণতন্ত্রী পার্টি গুলজার আহম্মেদ ২৩৭ ০.৩
স্বতন্ত্র ওয়ারাইদুল্লাহ্ ২০৮ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৩,৯৭৮ ১৬.২
ভোটার উপস্থিতি ৮৬,১২১ ৪৩.০
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "Sunamganj-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.