সুনানে নাসাই

সুনানে নাসাই অন্যনামে আস সুনানুস সগীর একটি হাদিস গ্রন্থ।[1] এটি মুসলমানদের অন্যতম ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একটি হাদিস গ্রন্থ। [2]

সুনানে নাসাই
লেখকআবু আব্দুর রহমান আহমাদ ইবনে শোয়াইব ইবনে আলী আন নাসাই
ভাষাআরবী
ধারাবাহিকসিহাহ সিত্তাহ

বর্ণনা

সুনানে নাসাই সিহাহ সিত্তাহের অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই গ্রন্থের সংকলনকারী ইমাম নাসাই (র:) [3]

হাদীসের প্রকারভেদ

সুনানে নাসায়ী – লেখক ইমাম নাসাই (র:)। এ গ্রন্থে শরয়ী বিধি-বিধান সংক্রান্ত হাদিসসমূহ ব্যাপকভাবে সংরক্ষিত করা হয়েছে। ফিকহী আইন-বিধান ও মাসআলা-মাসায়েলের একটি উত্তম উৎস এ গ্রন্থ। সহীহ দুর্বল উভয় প্রকার হাদীস র‍য়েছে। [3]

আরও দেখুন

তথ্যসূত্র

  • হাদিস সংখ্যা
৪৪৮২৬ টি
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.