সুনানুল কুবরা লিল-বায়হাকি

সুনানুল কুবরা লিল-বায়হাকি, (আরবি: ٱلسُّنَن ٱلْكُبْرَىٰ لِلْبَيْهَقِيّ), বা আস-সুনানুল কাবির (আরবি: ٱلسُّنَن ٱلْكَبِير)[1] হল একটি বিশিষ্ট হাদিস গ্রন্থ যা ইমাম আল-বায়হাকি (৩৮৪ হিঃ - ৪৫৮ হিঃ) প্রণয়ন করেন ।[2]

আস-সুনানুল কুবরা লিল-বায়হাকি
লেখকআল-বায়হাকি
মূল শিরোনামٱلسُّنَن ٱلْكُبْرَىٰ لِلْبَيْهَقِيّ
ভাষাআরবি
ধরনহাদিস সংকলন

বর্ণনা

হাদিস সংগ্রহের ইতিহাসে এটি সর্বাধিক বৃহৎ সুনান গ্রন্থ , যা মাকতাবা শামিলা অনুসারে প্রায় বাইশ হাজার (২২,০০০) হাদিস ধারণ করে আছে । [3] অনুরূপ (সুনানুল কুবরা) নামের আরও একটি গ্রন্থ ইমাম-নাসাই কর্তৃক প্রায় বারো হাজার হাদিস দ্বারা রচিত ।

এটি হিজরি চতুর্থ শতাব্দীর সর্বশেষ মহান হাদিস মুখস্থকারীদের অন্যতম প্রধান হাদিস সংকলন, এর এমন গুরুত্ব যে , তখন এর মতো কিছু লিখিত হয়নি। এটি ফিকহ সম্পর্কিত মাসআলায় ক্রমানুসারে প্রণীত। লেখক প্রতিটি অধ্যায়ে বর্ণনাকে উপস্থাপন করার জন্য যথেষ্ট প্রচেষ্টা গ্রহণ করেন ।

ব্যাখ্যা গ্রন্থ

যারা এই হাদিস সংকলনটির ওপর ভাষ্য লিখেছেন তাদের মধ্যে অন্যতম হলো :

  • আস-সুনানুল কাবির (السنن الكبير) ২৪ খণ্ডের ভাষ্য - শায়খ আল-তুর্কি দ্বারা প্রণীত : প্রকাশনায় : দার আলিম আল-কুতুব | রিয়াদ, সৌদি - ২০১৩[4]

পণ্ডিতদের অভিমত

এটি হাদিসের অন্যতম বিখ্যাত সংগ্রহ হিসেবে ইমাম আয-যাহাবি তিনটি গ্রন্থের মধ্যে একে স্থান দিয়েছেন, যা তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে । (ইবনে হজমের মহল্লা এবং ইবনে আবদ আল বারের তাহমিদ সহ)। [5]

ইমাম নববি আল-তাকরিব-এ বলেছেন যে, এর প্রতি অনুরাগী হওয়া উচিত, কেননা এর মতো আর কোন সংকলন হয়নি। ইমাম জালালুদ্দীন সুয়ুতী তাদরিবুর রাওয়ির এক বিবৃতিতে উল্লেখিত (নববি-এর) মন্তব্যে একমত পোষণ করেন।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "al-Sunan al-Kabir 24 VOLUMES (السنن الكبير) Imam al-Bayhaqi + Shaykh A. al-Turki"www.loohpress.com। জুন ৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯
  2. "Al-Sunan al-Kubra lil Bayhaqi Urdu (12 Volume Set) السنن الكبرى للبيهقي"albalaghbooks Bookstore। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯
  3. "Sunan Al-Kubra (سنن البيهقي)"www.australianislamiclibrary.org। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯
  4. "al-Sunan al-Kabir 24 VOLUMES (السنن الكبير) Imam al-Bayhaqi + Shaykh A. al-Turki"www.loohpress.com। জুন ৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯
  5. "As-Sunan al-Kubra of Hafidh al-Bayhaqi"www.sifatusafwa.com। সংগ্রহের তারিখ এপ্রিল ২৯, ২০১৯

বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.