সুনসরী জেলা

সুনসরী জেলা (নেপালি: सुनसरी जिल्ला এই শব্দ সম্পর্কেশুনুন ) হচ্ছে নেপালের পূর্বাঞ্চল বিকাস ক্ষেত্রের কোশী অঞ্চলের একটি জেলা। এই জেলার আয়তন ১২৫৭ বর্গকিমি। ২০১১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ৭৬৩,৪৮৭ জন।[1] ইনারুয়া হচ্ছে এই জেলার সদরদপ্তর।

সুনসরী
सुनसरी
জেলা
নেপালের মানচিত্রে সুনসরী জেলার অবস্থান
নেপালের মানচিত্রে সুনসরী জেলার অবস্থান
দেশ   নেপাল
বিকাস ক্ষেত্রপূর্বাঞ্চল
অঞ্চলKosi
প্রতিষ্ঠিত1962
Headquartersইনারুয়া
আয়তন
  মোট১২৫৭ বর্গকিমি (৪৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১[1])
  মোট৭,৬৩,৪৮৭
  জনঘনত্ব৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সময় অঞ্চলএনপিটি (ইউটিসি+৫:৪৫)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ভৌগোলিক উপাত্ত

এ জেলার আয়তন ১২৫৭ বর্গকিমি।

সুনসরী জেলার প্রধান শহরগুলো হচ্ছে ইনারুয়া, ইটাহারী, ঝুমকা এবং ধরন,দুহাবি, এবং মহেন্দ্রনগর। এই জেলার কিছু ধর্মীয় স্থান বুধা সুব্বা মন্দির, রামদনী, ছাত্রদহ্ম (Prachin Haridwar), বরাহ ক্ষেত্রচরণ, এবং পিন্দেস্বরি।

সুনসরী নেপালের বাইর-তরাই-মধেস সমতল ব্যবস্থার সবচেয়ে গুরত্বপূর্ণ এলাকা

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Household and population by districts, Central Bureau of Statistics (CBS) Nepal" (পিডিএফ)। ৩১ জুলাই ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.