সুদীপ্তা চক্রবর্তী
সুদীপ্তা চক্রবর্তী একজন বাঙালী অভিনেত্রী; তিনি সাধারণত টলিউড[1] এবং বিভিন্ন মঞ্চে অভিনয় করেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত বাড়িওয়ালি বোয়ে মালতী চরিত্রে সহ-নায়িকা হিসেবে অভিনয়ের জন্য তিনি রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার লাভকরেন।[2]
সুদীপ্তা চক্রবর্তী | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
পরিচিতির কারণ | বাড়িওয়ালি , কালপুরুষ |
দাম্পত্য সঙ্গী | রাজেশ শর্মা |
পিতা-মাতা | বিপ্লব কেতন চক্রবর্তী |
জীবনী
সুদীপ্তা চক্রবর্তী "আলিপুর বহু-উদ্দেশীয় সরকারী বালিকা বিদ্যালয়" থেকে মধ্যশিক্ষা সম্পূর্ণ করেন। এবং ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক হন।[3]
তার বোন বিদিপ্তা চক্রবর্তীও একজন অভিনেত্রী[4]
চলচ্চিত্র তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্র |
---|---|---|
২০১৫ | রাজকাহিনী | যুথিকা |
২০১৪ | ওপেন টি বায়োস্কোপ | বৈশাখী |
২০১৪ | বুনো হাঁস | আমলের শালী |
২০১৪ | চার | |
২০১৩ | হাফ সিরিয়াস | |
২০১৩ | সি/ও স্যার | মেঘনা চট্টোপাধ্যায় |
২০১৩ | গয়নার বাক্স | কমলা |
২০১২ | অবশ্যয় | |
২০১২ | নোবেল চোর | মনু |
২০১১ | উড়োচিঠি | |
২০০৯ | হিটলিস্ট | |
২০০৬ | সংশয় | |
২০০৫ | কালপুরুষ | |
২০০৪ | রবিবার বিকেলবেলা | |
২০০২ | মন্দ মেয়ের উপাখ্যান | বাসন্তী |
২০০০ | বাড়িওয়ালি | মালতী |
২০০০ | সংঘাত |
নাটক
- কাঁচের দেওয়াল
- বাঘু মান্না
- বিকেলে ভোরের সরষে ফুল[5]
তথ্যসূত্র
- "Interview: Award-Winning Bengali Actress Sudipta Chakraborty"। WBRi। ১২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২।
- "Sudipta Chakraborty filmography"। Gomolo। ২২ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২।
- Interview
- "Bidipta's not embarrassed to act out intimate scenes"। The Times of India। ৮ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২।
- "It's a six-year itch: Sudipta Chakraborty"। Times of India। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.