সুখারী ইউনিয়ন
সুখারী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1][2]
সুখারী | |
---|---|
ইউনিয়ন | |
সুখারী ইউনিয়ন পরিষদ | |
![]() ![]() সুখারী ![]() ![]() সুখারী | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | নেত্রকোণা জেলা |
উপজেলা | আটপাড়া উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা:
সুখারী ইউনিয়নের উত্তরে মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন অবস্থিত। দক্ষিনে মদন উপজেলার নব গঠিত মদন পৌরসভা ও মদন ইউনিয়ন। পূর্বে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন।পশ্চিমে অবস্থিত আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন। উত্তর-পশ্চিমে আটপাড়া উপজেলা লুনেশ্বর ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা:
৯টি ওয়ার্ল্ড দ্বারা বিভক্ত।
১ নং ওয়ার্ড:সোনাজুর-সোনাকান্দিয়া ও মির্জাপুরের আংশিক। ভোট কেন্দ্র: নাজির গন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজির গন্জ উচ্চ বিদ্যালয়।
২ নং ওয়ার্ড:মধুয়াখালি,গোপালাশ্রম ও নরপতিখিলা। ভোট কেন্দ্র:গোপালাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়।
৩ নং ওয়ার্ড:বালাইচ, বাহাদুরপুর ও করাবধূপ। ভোট কেন্দ্র:বালাইছ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৪ নং ওয়ার্ড: দেওশ্রী। ভোট কেন্দ্র:দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৫ নং ওয়ার্ড:,মঙ্গল শ্রী, ধর্ম রায়, নীলকন্ঠ পুর(আতকাপাড়া)। ভোট কেন্দ্র: ধর্ম রায় রামধন সরকারি প্রাথমিক ও ধর্ম রায় রামধন উচ্চ বিদ্যালয়।
৬ নং ওয়ার্ড:সুখারী,কুলশ্রী।ভোট কেন্দ্র:কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়।(এখানে একটি উপ কেন্দ্র আছে)।
৭ নং ওয়ার্ড:কাহেতুড়া,বাধাউড়া, বাউসা ও স্বল্প বাউসা। ভোট কেন্দ্র: বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাউসা উচ্চ বিদ্যালয়।
৮ নং ওয়ার্ড: খলাপাড়া,কুটুয়াকান্দাও দেব্দদার। ভোট কেন্দ্র:দেব্দদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৯ নং ওয়ার্ড: হাতিয়া-তারাতাপুর। ভোট কেন্দ্র: তারাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শিক্ষা
শিক্ষার হার:
গড়:৩৫'৫০ অনুমান।
শিক্ষাপ্রতিষ্ঠান
ইউনিয়নে চারটি উচ্চ বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা রয়েছে:
- ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয় (১৯৩০)
- গোপালাশ্রম উচ্চ বিদ্যালয় (১৯৩০)
- বাউসা উচ্চ বিদ্যালয় (১৯৭১)
- নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় (১৯৭২)
- সুখারী বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১৯৭৫)
বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়:
- কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় (আনু. ১৯৩০)
- ধর্ম রায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩০)
- বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৩৮)
- নাজিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (আনু. ১৯৫২)
- সোনাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৯০)
- বালাইছ সরকারি প্রাথমিক বিদ্যালয় (আনু. ১৯৮২)
- বাঁধাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০১৬)
- গোপালাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুয়াখালী
- দেও শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেব্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তারাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
দর্শনীয় স্থান
- গনেশ হাওর
- পাগলা হাওর
- কামড়াইল হাওর
- রাউল বিল
- বেকুয়াবিল
- মশা-হাতি বিল
- বোরাদিয়া বিল
- মগড়া নদী
- কুলসিড়ির এক অদ্ভুত আমবট গাছ (বৃক্ষ)
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- খালেকদাদ চৌধুরী, বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত লেখক
- নুরুল আমিন তালুকদার, প্রাক্তন সংসদ সদস্য
- খাদিজা আমিন - সাবেক সংসদ সদস্য
- হেলালুজ্জামান, বীর প্রতীক উপাধীপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান : শাহজাহান মিয়া (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত)।
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
১ | ফজলুর রহমান | ১৯৭৩–১৯৭৭ |
২ | সৈয়দ আরজু মিয়া | ১৯৭৭–১৯৮৩ |
৩ | আব্দুল বারেক তালুকদার | ১৯৮৩–১৯৮৮ |
৪ | মুর্তুজা আলী | ১৯৮৮–১৯৯২ |
৫ | জয়নাল আবেদিন তহসিল | ১৯৯২–১৯৯৭ |
৬ | সাজাহান কবির চাম্পা | ১৯৯৭–২০০৩ |
৭ | আজিজুল হাসান খান দুলাল | ২০০৩–২০১১ |
৮ | সৈয়দ মোস্তফা আশরাফ কামাল তুহিন | ২০১১–২০১৬ |
৯ | কফিল উদ্দিন খোকন তালুকদার: (বাংলাদেশ আওয়ামী লীগ) | ২০১৬–২০২১ |
আরও দেখুন
তথ্যসূত্র
- "সুখারী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- "আটপাড়া উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।