সুইডেনের ভাষা

সুইডেন হল ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। সুইডেনের রাষ্ট্রীয় ভাষার নাম সুয়েডীয় ভাষা, বা সুইডিশ ভাষা। সুইডেনের বসবাসরত ৯মিলিয়ন লোক সুইয়ডীয় বা সুইডিশ ভাষায় কথা বলে। এটা হল উত্তর জার্মানীর একটি ভাষা। এটা ঠিক ডাচ ইত্যাদি ভাষার মত।

সুইডেন ভাষা
সরকারী ভাষা(সমূহ) সুয়েডীয়
আদিবাসী ভাষা(সমূহ) (অদাপ্তরিক ভাষা / উপভাষা) ওয়েস্ট্রোবথনিয়ান, এল্‌ফডালিয়ান, আধুনিক গুটনিশ, জামটলান্ডিক, স্ক্যানীয়
সংখ্যালঘু ভাষা(সমূহ) (দাপ্তরিকভাবে স্বীকৃত) ফিনীয়, মিনকিয়েলি, রোমানি, সামি, ইদ্দিশ
প্রধান অভিবাসী ভাষা(সমূহ) আরবি, সার্বো-ক্রোয়েশীয়, গ্রিক, কুর্দি, ফার্সি, পোলীয়, স্পেনীয়, সোমালি[1]
প্রধান বিদেশী ভাষা(সমূহ) ইংরেজি (৮৬%),[2]
জার্মান (৩০%),
ফরাসি (১১%)
প্রতীকী ভাষা(সমূহ) সুয়েডীয় প্রতীকী ভাষা
সাধারণ কীবোর্ড লেআউট(সমূহ)
উইন্ডোজের জন্য সুয়েডীয় QWERTY
তথ্যসূত্র ebs_243_en.pdf (europa.eu)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "kielineuvosto, finska, jidisch, romani, teckenspråk, samiska - Institutet för språk och folkminnen"Sofi.se। ৩ ফেব্রুয়ারি ২০০৭। ৩ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৭"De största invandrarspråken är arabiska, turkiska, persiska, spanska, grekiska och ex-jugoslaviska språk"; "The largest immigrant languages are Arabic, Turkish, Persian, Spanish, Greek and ex-Yugoslav languages". Note that Finnish in deed is one of the most spoken immigrant languages but not classified as such by the Institutet för språk och folkminnen since it has acquired status as an official minority language.
  2. "SPECIAL EUROBAROMETER 386 Europeans and their Languages" (পিডিএফ)। ec.europa.eu। ২০১৬-০১-০৬ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.