সুইডিশ উইকিপিডিয়া

সুইডিশ উইকিপিডিয়া (সুয়েডীয়: svenska Wikipedia) হচ্ছে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার সুইডিশ ভাষার সংস্করণ। ২৩ মে ২০০১-এ যাত্রা শুরু হয় এই উইকিপিডিয়ার[1] এবং জানুয়ারি ২০২৩ অনুযায়ী এই উইকিপিডিয়ায় মোট ২৫,৫৮,৫৭৭টি নিবন্ধ, ৮,৫১,০০০ জন ব্যবহারকারী, ৬৬ জন প্রশাসক ও টি ফাইল আছে।

সুইডিশ উইকিপিডিয়া
স্ক্রিনশট
সুইডিশ উইকিপিডিয়ার প্রধান পাতা, ৯ সেপ্টেম্বর ২০১২।
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধসুইডিশ ভাষা
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
ওয়েবসাইটsv.wikipedia.org
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ২৩ মে ২০০১ (2001-05-23)

ইতিহাস

Screenshot on 23 May 2001 of sv.wikipedia.com

২০০১ সালে লারস আরনসন susning.nu নামে একটি উইকি চালু করেন যা সুইডিশ উইকিপিডিয়ার সুত্রপাত করে। ২৮ মে ২০০৩ সালে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উইকিতে পরিণত হয়। প্রতিষ্ঠাতার সংগে কিছু মনোমালিন্য, সাইটে আরনসনের বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা, ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপযুক্ত টুলস না থাকা, বেশ কিছু সুসনিং লেখক সুইডিশ উইকিপিডিয়ায় যোগ দেয়, তাদের পথ ধরে পরে অনেকেই সুইডিশ উইকিপিডিয়ায় যোগ দান করে[2]। ২০০৪ সালে সুইডিশ উইকিপিডিয়ার সম্পাদনা ফিচার সবার জন্য বন্ধ করে শুধু মুষ্টিমেয় কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখা হয়। ফলে সুইডিশ উইকিপিডিয়ায় ব্যবহারকারী বৃদ্ধি পায়।

২৭ এপ্রিল ২০১২ সালে এই উইকিতে নিবন্ধের সংখ্যা ৫ লক্ষ্যে পৌঁছায়।[3]

তথ্যসূত্র

  1. "প্রধান পাতা"। ৮ জুন ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬
  2. "Så fungerar Wikipedia/Wikipedias historia"। Lennart Guldbrandsson, sv.wikisource.org। ২০১০-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০১৫-১১-২৪
  3. "Grattis Sverige - nu har vi en halv miljon Wikipedia-artiklar!" (সংবাদ বিজ্ঞপ্তি) (Swedish ভাষায়)। Wikimedia Sverige। ২৭ সেপ্টেম্বর ২০১২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.