সীমা বিশ্বাস

সীমা বিশ্বাস (অসমীয়া: সীমা বিশ্বাস) ভারতীয় চলচ্চিত্র ও অসমের থিয়েটার জগতের এক সুপরিচিত অভিনেত্রী। তিনি শেখর কাপুরের ব্যান্ডিট কুইন নামক চলচ্চিত্রে ফুলন দেবীর চরিত্রে অভিনয় করেন। বলিউড তথা ভারতের অন্যান্য চলচ্চিত্র জগতে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। ১৯৯৬ সনে তিনি ব্যান্ডিট কুইন চলচ্চিত্রে করা অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর রজক কমল পুরস্কার লাভ করেন। তিনি ২০০০ সাল সংগীত নাটক একাডেমী পুরস্কার ও ২০০৬ সালে দীপা মেহেতার ওয়াটার চলচ্চিত্রে শকুন্তলা চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জেনী পুরস্কার লাভ করেন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র নাটকের একটি দৃশ্যে অভিনেত্রী সীমা বিশ্বাস
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত বা মৃত নাটকের একটি দৃশ্যে অভিনেত্রী সীমা বিশ্বাস
সীমা বিশ্বাস
সীমা বিশ্বাস
জন্ম (1965-01-14) ১৪ জানুয়ারি ১৯৬৫
নলবাড়ি, অসম, ভারত
পেশাঅভিনেত্রী

ব্যক্তিগত জীবন ও শিক্ষা

অসমের নলবাড়ি জেলায় সীমা বিশ্বাসের জন্মগ্রহণ করেন।[1] তার পিতার নাম জগদীশ বিশ্বাস ও মাতার নাম মীরা বিশ্বাস। তিনি নলবারী মহাবিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপর তিনি দিল্লীর ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে ভর্তি হন।[2]

বছর চলচ্চিত্র চরিত্র
১৯৮৮অমসিনীসারদা
১৯৯৪ব্যান্ডিট কুইনফুলন দেবী
১৯৯৬খামোশী: দ্য মিউজিক্যালফ্লেভি জে. ব্রিগেঞ্জা
১৯৯৭লেডিজ অনলি
১৯৯৮হাজার চৌরাশী কী মাসমুর মাতৃ
১৯৯৯বিনধাস্তসি বি আই অফিছার
সমরদুলারী
২০০১ধ্যাসপ্রভামালতী কারভে
২০০২দিওয়াঙ্গীমনোরোগ বিশেষজ্ঞ
কোম্পানিরানীবাই
গর্ব: দ্য ওয়ন্ডতনয়া
২০০৩বুমভারতী
ভূতবাই
ইয়ারকাইনেন্সীর ননদ
পিঞ্জরপাগল মহিলা
২০০৪কায়া তারনশিষ্টার আগাঠা
দোবারা
এক হসীনা থীএ চি পি মালতী বৈদ্য
হননমিছেছ হীরালাল
২০০৫ওয়াটারশকুন্তলা
মুম্বাই গডফাদার
দ্য হোয়াইট ল্যান্ডসুধার মা
২০০৬বিবাহরমা
শূণ্যতাপ্রধান
জিন্দগী রক্‌স
২০০৭সোফিয়াদ্যা মেদাম
কামাগাতা মারু
অমলস্বপ্না আগরওয়াল
২০০৮স্টাইকার সিদ্ধার্থের মা
সৌর্য্যকেপ্টেইন জাভেদ খানের মা
কুকিং উইথ ষ্টেলাষ্টেলা
হেভেন অন আর্থ
২০০৯ইয়ে মেরা ইন্ডিয়াবাই
২০১০লালবাগ পারেলমাতৃ
২০১১কুইনস ডেস্টিনি অব ড্যান্সআম্ম
পতংগসুধা
২০১২মিডনাইট্‌স চিলড্রেনমেরী

পুরস্কার ও সন্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ফিল্মফেয়ার পুরস্কার

তথ্যসূত্র

  1. Vasisht, Divya: "Seema Biswas: Beyond the limelight" The Times of India (online) , 24 June 2003
  2. "Profile and Biography of Seema Biswas the famous film actress of Assam"। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৮, ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.