সীতালবক্কম
সীতালবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলার একটি অঞ্চল, যা চেন্নাই মহানগরের অন্তর্গত এবং মেটবক্কম থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত৷ সীতালবক্কমের চারিদিকে রয়েছে দুটি হ্রদ ও পার্বত্য অঞ্চল৷
সীতালবক্কম சித்தாலப்பாக்கம் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
![]() সীতালবক্কম থেকে দৃশ্যমান সূর্যোদয়ের দৃশ্য | |
![]() ![]() সীতালবক্কম ![]() ![]() সীতালবক্কম | |
স্থানাঙ্ক: ১২.৮৮৩৩৩৩° উত্তর ৮০.১৮৩৩৩৩° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই (পূর্বে চেঙ্গলপট্টু জেলা) |
মহানগর | চেন্নাই |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০১৩১ |
যানবাহন নিবন্ধন | TN-14 (টিএন-১৪)[1] |
লোকসভা নির্বাচন কেন্দ্র | চেন্নাই দক্ষিণ |
বিধানসভা নির্বাচন কেন্দ্র | শোলিঙ্গনলুর |
জনসংখ্যার উপাত্ত
২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[2] সীতালবক্কমের মোট জনসংখ্যা ১৩,৫৪২ জন, যেখানে ৬,৮৫৭ জন পুরুষ ও ৬,৬৮৫ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৭৫ জন নারীর বাস৷[3] মোট পরিবার সংখ্যা ৩,৪৬১ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ১,৭২৫, যা মোট জনসংখ্যার ১২.৭৪ শতাংশ৷ শিশুদের মধ্যে শিশুপুত্র ৮৯১ জন ও শিশুকন্যা ৮৩৪ জন, অর্থাৎ শিশুদের লিঙ্গানুপাত প্রতি হাজার শিশুপুত্রে ৯৩৬ জন শিশুকন্যা৷ সীতালবক্কমের মোট সাক্ষরতার হার ৮৯.৩১ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৩.০৪ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৫.৫১ শতাংশ৷[4] জনসংখ্যার ১৫.৫৪ শতাংশ তথা ২,১০৫ জন তফসিলি জাতি ও ১.৫৭ শতাংশ তথা ২১৩ জন তফসিলি উপজাতির অন্তর্ভুক্ত৷ মোট শ্রমজীবী ৫,৪৭৮ জন, যার মধ্যে ৪,৪৪৪ জন মূল শ্রমজীবী ও ১,০৩৪ জন প্রান্তিক শ্রমজীবী৷
তথ্যসূত্র
- http://www.tn.gov.in/sta/a2.pdf
- "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-০১।
- "Census Info 2011 Final population totals"। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৪।
- https://www.census2011.co.in/data/village/629376-sittalapakkam-tamil-nadu.html