সীতাকুণ্ড পৌরসভা
সীতাকুণ্ড পৌরসভা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি পৌরসভা।
সীতাকুণ্ড | |
---|---|
পৌরসভা | |
সীতাকুণ্ড পৌরসভা | |
সীতাকুণ্ড | |
স্থানাঙ্ক: ২২°৩৭′৩৮″ উত্তর ৯১°৪০′৩৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সীতাকুণ্ড উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১ এপ্রিল, ১৯৯৮ |
সরকার | |
• পৌর মেয়র | বদিউল আলম (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৮.৯১ বর্গকিমি (১১.১৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬২,৩৫০ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৬০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩১০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
আয়তন
সীতাকুণ্ড পৌরসভার আয়তন ২৮.৯১ বর্গ কিলোমিটার।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সীতাকুণ্ড পৌরসভার লোকসংখ্যা ৬২,৩৫০ জন। এর মধ্যে পুরুষ ৩১,৭৪৮ জন এবং মহিলা ৩০,৬০২ জন।[1]
অবস্থান ও সীমানা
সীতাকুণ্ড উপজেলার উত্তরাংশে সীতাকুণ্ড পৌরসভার অবস্থান। চট্টগ্রাম মহানগরী থেকে এ পৌরসভার দূরত্ব ৩৭ কিলোমিটার। এর উত্তরে বারৈয়াঢালা ইউনিয়ন ও সৈয়দপুর ইউনিয়ন, পশ্চিমে সৈয়দপুর ইউনিয়ন ও মুরাদপুর ইউনিয়ন, দক্ষিণে মুরাদপুর ইউনিয়ন ও বাড়বকুণ্ড ইউনিয়ন এবং পূর্বে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সীতাকুণ্ড পৌরসভা জাতীয় সংসদের ২৮১নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৪ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সীতাকুণ্ড মডেল থানার আওতাধীন। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। ওয়ার্ডভিত্তিক সীতাকুণ্ড পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | ওয়ার্ডে অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | নুনাছড়া |
২নং ওয়ার্ড | মৌলভীপাড়া, এয়াকু্বনগর, শিবপুর |
৩নং ওয়ার্ড | সীতাকুণ্ড থানা, পন্থিছিলা |
৪নং ওয়ার্ড | সীতাকুণ্ড উপজেলা সদর |
৫নং ওয়ার্ড | চৌধুরী পাড়া, ভূঁইয়া পাড়া, মৌলভী পাড়া |
৬নং ওয়ার্ড | ফতেপুর, দাসগ্রাম |
৭নং ওয়ার্ড | আমিরাবাদ, পশ্চিম আমিরাবাদ, পূর্ব আমিরাবাদ, পশ্চিম মহাদেবপুর |
৮নং ওয়ার্ড | দক্ষিণ ইদিলপুর, উত্তর ইদিলপুর |
৯নং ওয়ার্ড | শিবপুর |
প্রতিষ্ঠাকাল
১৯৯৮ সালের ১ এপ্রিল সীতাকুণ্ড উপজেলার ৩নং সীতাকুণ্ড ইউনিয়নের সম্পূর্ণ অংশ নিয়ে সীতাকুণ্ড পৌরসভা গঠিত হয়। এটি একটি 'খ' শ্রেণীর পৌরসভা।[1]
শিক্ষা ব্যবস্থা
সীতাকুণ্ড পৌরসভার সাক্ষরতার হার ৫৩.৮৭%। এ পৌরসভায় ২টি কলেজ, ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- সীতাকুণ্ড ডিগ্রী কলেজ
- সীতাকুণ্ড মহিলা কলেজ
- মাদ্রাসা
- সীতাকুণ্ড কামিল মাদ্রাসা
- যুবাইদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা
- পন্থিছিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- কথাকলি উচ্চ বিদ্যালয়
- পন্থিছিলা উচ্চ বিদ্যালয়
- সীতাকুণ্ড পাবলিক স্কুল এন্ড কলেজ
- সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়
- সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এয়াকুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পন্থিছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মহাদেবপুর আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সীতাকুণ্ড দওবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্ডেন
- এভারগ্রীন কেজি স্কুল
- সাদেকমস্তান আদর্শ কিন্ডারগার্ডেন
যোগাযোগ ব্যবস্থা
সীতাকুণ্ড পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ (বড়ইধলা স্টেশন ও নিজামপুর স্টেশন)।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- কুমার বিশ্বজিৎ –– সংগীত শিল্পী।
জনপ্রতিনিধি
- বর্তমান পৌর মেয়র: বদিউল আলম[3]
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- "পৌর নির্বাচনের ফলাফল: চট্টগ্রামে আওয়ামী লীগের দশ-এ-দশ - RTM News 24"। RTM News 24।