সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্ট্রাইকার্স (সিলেটি: ꠍꠤꠟꠐ ꠍꠤꠇꠍꠣꠞꠡ) একটি দল যা বিপিএলে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে। স্ট্রাইকার্স তাদের ঘরোয়া খেলাগুলো খেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফ্রাঞ্চাইজটির স্বত্বাধিকারী ছিলেন সিলেট স্পোর্টস লিমিটেড মাধ্যমে বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার ছেলে শাহেদ মোহিত ছিলেন দলের চেয়ারম্যান। ফ্রাঞ্চাইজ থান্ডার ঘোষণা করে যে, ৬ষ্ঠ আসরের বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার জন্য ওয়াকার ইউনুসকে দলের প্রধান কোচ হিসাবে এবং ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসাবে নিচ্ছে। পরবর্তীতে ইনজুরির কারণে ডেভিড ওয়ার্নার বিদায় নিলে সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার অলক কাপালি দলের অধিনায়কের ভার গ্রহণ করে।
![]() | ||
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লীগ | |
---|---|---|
কর্মীবৃন্দ | ||
অধিনায়ক | মাশরাফী বিন মোর্ত্তজা | |
কোচ | রাজিন সালেহ | |
মালিক | ফিউচার স্পোর্টস বাংলাদেশ | |
দলের তথ্য | ||
শহর | সিলেট, সিলেট বিভাগ, বাংলাদেশ | |
প্রতিষ্ঠা | ২০১২ ২০১৫ (সিলেট সুপার স্টার হিসাবে) ২০১৭ (সিলেট সিক্সার্স হিসাবে) ২০১৯ (সিলেট থান্ডার হিসাবে) ২০২১ (সিলেট সানরাইজার্স হিসাবে) ২০২৩ (সিলেট স্ট্রাইকার্স হিসাবে) | (সিলেট রয়্যালস হিসাবে)|
স্বাগতিক মাঠ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | |
ধারণক্ষমতা | ২২,৫০০ | |
ইতিহাস | ||
বিপিএল জয় | ০ | |
| ||
![]() |
১৬ নভেম্বর ২০১৯, বিপিএল ৭ম আসরের জন্য গিবানি ফুটওয়্যারের স্পন্সরশীপের মাধ্যমে দলটিকে সিলেট থান্ডার নামে নামকরণ করা হয়। ২০২২ সালে প্রগতি গ্রুপের মালিকানায় সিলেট সানরাইজার্স নামে বিপিএলের ৮ম আসরে দলটি অংশগ্রহণ করে।
সর্বশেষ, ২০২৩ সালে ফিউচার স্পোর্টসের মালিকানায় সিলেট স্ট্রাইকার্স নামে বিপিএলের ৯ম আসরে দলটি অংশগ্রহণ করে।
ইতিহাস
২০১৭ সালে সুরমা সিক্সার্স সিলেট প্রতিষ্ঠিত হয়।[1] প্রথম ও দ্বিতীয় আসরে সিলেট রয়্যালস ও তৃতীয় আসরে সিলেট সুপার স্টার্স নামে খেললেও চতুর্থ আসরে নিষিদ্ধ থাকে সিলেট। পঞ্চম আসরে নতুন নামে ও নতুন মালিকানায় বিপিএলে ফেরত আসে সিলেট।[2] ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠানের মাধ্যমে সিলেট সিক্সার্স আত্মপ্রকাশ করে।[3]
বর্তমান দল
নাম | জাতীয়তা | ভূমিকা |
---|---|---|
নাজমুল হোসেন শান্ত | ![]() |
ব্যাটসম্যান |
শামসুর রহমান | ![]() |
ব্যাটসম্যান |
কলিন অ্যাকারম্যান | ![]() |
ব্যাটসম্যান |
রায়ান বার্ল | ![]() |
ব্যাটসম্যান |
মোহাম্মদ হারিস | ![]() |
ব্যাটসম্যান |
তৌহিদ হৃদয় | ![]() |
ব্যাটসম্যান |
টম মুরস | ![]() |
উইকেট-রক্ষক |
মুশফিকুর রহিম | ![]() |
উইকেট-রক্ষক |
জাকির হাসান | ![]() |
উইকেট-রক্ষক |
আকবর আলী | ![]() |
উইকেট-রক্ষক |
থিসারা পেরেরা | ![]() |
অল-রাউন্ডার |
কামিন্দু মেন্ডিস | ![]() |
অল-রাউন্ডার |
গুলবাদিন নায়েব | ![]() |
অল-রাউন্ডার |
শরিফুল্লাহ | ![]() |
অল-রাউন্ডার |
শফিকুল্লাহ গাফারী | ![]() |
অল-রাউন্ডার |
ধনঞ্জয় ডি সিলভা | ![]() |
অল-রাউন্ডার |
ইমাদ ওয়াসিম | ![]() |
অল-রাউন্ডার |
মাশরাফী বিন মোর্ত্তজা (অধি:) | ![]() |
বোলার |
মোহাম্মাদ আমির | ![]() |
বোলার |
রেজাউর রহমান রাজা | ![]() |
বোলার |
নাবিল সামাদ | ![]() |
বোলার |
রুবেল হোসেন | ![]() |
বোলার |
নাজমুল ইসলাম | ![]() |
বোলার |
তানজিম হাসান সাকিব | ![]() |
বোলার |
লোগো
- সিলেট সিক্সার্স নাম থাকাকালীন লোগো
- সিলেট সানরাইজার্স নাম থাকাকালীন লোগো
তথ্যসূত্র
- "সিলেট আসছে সুরমা সিক্সার্স নামে"। মানবজমিন। ২৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭।
- "সুরমা সিক্সার্স নামে বিপিএলে ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি"। সময় টিভি। ২৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭।
- খছরু, ওয়েছ। "বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু সিলেট সিক্সার্স'র"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৭।