সিলেট সুপার স্টার্স

সিলেট সুপার স্টার্স হল একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল যা টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সিলেটকে উপস্থাপন করে। দলটির অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম ও এর সত্বাধীকারী ছিল আলিফ গ্রুপ।

১ম ও ২য় বিপিএলে অংশ নেয়া দলের জন্য, দেখুন সিলেট রয়্যালস। ৫ম বিপিএলে অংশ নেয়া দলের জন্য, দেখুন সিলেট সিক্সার্স
সিলেট সুপার স্টার্স
কর্মীবৃন্দ
অধিনায়কবাংলাদেশ নাসির হোসেন(বর্তমান)
কোচবাংলাদেশ সারওয়ার ইমরান
মালিকআলিফ গ্রুপ
দলের তথ্য
শহরসিলেট, বাংলাদেশ
রং
প্রতিষ্ঠা২০১৫
স্বাগতিক মাঠসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
(ধারনক্ষমতা: ২০,০০০)
ইতিহাস
বিপিএল জয়

ইতিহাস

প্রথম ও দ্বিতীয় মৌসুমে খেলা সিলেট রয়্যালস বিপিএল থেকে বাদ পড়লে ২০১৫ সালে তৃতীয় মৌসুমে নতুন মালিকানায় নতুন নাম নিয়ে দলটি গঠিত হয়।[1] দলটিকে কিনে নেয় আলিফ গ্রুপ। তবে বকেয়া বেতন পরিশোধ না করায় বিসিবি চতুর্থ বিপিএলে দলটিকে বাদ দেয়।

দল

২০১৫ মৌসুমে দলে থাকা খেলোয়াড়গণ

নাম জাতীয়তা ব্যাটিং ধরন বোলিং ধরন টীকা
ব্যাটসম্যানগণ
ব্র্যাড হজঅস্ট্রেলিয়াডানহাতি ব্যাটিংডানহাতি অফ স্পিনআন্তর্জাতিক ক্যাপ
মমিনুল হকবাংলাদেশবামহাতি ব্যাটিংস্লো লেফট আর্ম অর্থোডক্সআন্তর্জাতিক ক্যাপ
মুশফিকুর রহিমবাংলাদেশডানহাতি ব্যাটিংউইকেটরক্ষকঅধিনায়ক, আন্তর্জাতিক ক্যাপ
জশ কবইংল্যান্ডডানহাতি ব্যাটিংডানহাতি অফ ব্রেক
জুনায়েদ সিদ্দিকবাংলাদেশবামহাতি ব্যাটিংডানহাতি অফ ব্রেকআন্তর্জাতিক ক্যাপ
নুরুল হাসানবাংলাদেশডানহাতি ব্যাটিংউইকেটরক্ষক
আবু সায়েম চৌধুরীবাংলাদেশডানহাতি ব্যাটিংডানহাতি অফ ব্রেক
অল-রাউন্ডারগণ
দিলশান মুনায়িরাশ্রীলঙ্কাডানহাতি ব্যাটিংডানহাতি অফ স্পিনআন্তর্জাতিক ক্যাপ
শহীদ আফ্রিদিপাকিস্তানডানহাতি ব্যাটিংডানহাতি লেগ ব্রেকআন্তর্জাতিক ক্যাপ
কিরণ পোলার্ডত্রিনিদাদ ও টোবাগোডানহাতি ব্যাটিংডানহাতি মিডিয়াম ফাস্টআন্তর্জাতিক ক্যাপ
রবি বোপারাইংল্যান্ডডানহাতি ব্যাটিংডানহতি মিডিয়ামআন্তর্জাতিক ক্যাপ
নাজমুল হাসান মিলনবাংলাদেশডানহাতি ব্যাটিংডানহাতি মিডিয়াম
বোলারগণ
ক্রিস জর্দানইংল্যান্ডডানহাতি ব্যাটিংডানহাতি মিডিয়ামআন্তর্জাতিক ক্যাপ
সোহেল তানভীরপাকিস্তানবামহাতি ব্যাটিংবামহাতি মিডিয়াম ফাস্টআন্তর্জাতিক ক্যাপ
রুবেল হোসেনবাংলাদেশডানহাতি ব্যাটিংডানহাতি ফাস্টআন্তর্জাতিক ক্যাপ
আব্দুর রাজ্জাকবাংলাদেশবামহাতি ব্যাটিংস্লো লেফট আর্ম অর্থোডক্সআন্তর্জাতিক ক্যাপ
মোহাম্মাদ শহীদবাংলাদেশডানহাতি ব্যাটিংডানহাতি মিডিয়াম ফাস্টআন্তর্জাতিক ক্যাপ
নাজমুল ইসলামবাংলাদেশডানহাতি ব্যাটিংবামহাতি অর্থোডক্স
অজন্তা মেন্ডিসশ্রীলঙ্কাডানহাতি ব্যাটিংডানহাতি অফ স্পিনআন্তর্জাতিক ক্যাপ
ফিদেল অ্যাডওয়ার্ডসবার্বাডোসডানহাতি ব্যাটিংডানহাতি ফাস্টআন্তর্জাতিক ক্যাপ

ফল

২০১৫ বিপিএলে সিলেট সুপার স্টার্স ভালো সাফল্য পায় নি। দলে অভিজ্ঞ ও দক্ষ খেলোয়াড় থাকার পরেও দশটি ম্যাচের তিনটিতে জয় পায় ও বাকি সাতটি ম্যাচে পরাজিত হয়। ধারাবাহিক সাফল্য না পাবার ফলে সিলেট সুপারস্টার্স গ্রুপ পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয়।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. ইয়াসিন, উজ্জ্বল (১০ সেপ্টেম্বর ২০১৫)। "বিপিএলে ছয় দল চূড়ান্ত!"রাইজিংবিডি.কম
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.