সিরিল ক্রিস্টিয়ানি

সিরিল মার্সেল ক্রিস্টিয়ানি (ইংরেজি: Cyril Christiani; জন্ম: ২৮ অক্টোবর, ১৯১৩ - মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৩৮) ব্রিটিশ গায়ানার জর্জটাউনে জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[1][2] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৫ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

সিরিল ক্রিস্টিয়ানি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসিরিল মার্সেল ক্রিস্টিয়ানি
জন্ম(১৯১৩-১০-২৮)২৮ অক্টোবর ১৯১৩
জর্জটাউন, ডেমেরারা, ব্রিটিশ গায়ানা
মৃত্যু৪ এপ্রিল ১৯৩৮(1938-04-04) (বয়স ২৪)
জর্জটাউন, ডেমেরারা, ব্রিটিশ গায়ানা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরন-
ভূমিকাউইকেট-রক্ষক
সম্পর্কবার্টি ক্রিস্টিয়ানি (ভ্রাতা), রবার্ট ক্রিস্টিয়ানি (ভ্রাতা), হ্যারল্ড ক্রিস্টিয়ানি (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৮)
৮ জানুয়ারি ১৯৩৫ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৪ মার্চ ১৯৩৫ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৮
রানের সংখ্যা ৯৮ ৬৫৮
ব্যাটিং গড় ১৯.৬০ ১৬.৪৪
১০০/৫০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ৩২* ৭৯
বল করেছে
উইকেট
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং -/- -/-
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ৪৪/২০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ জুন ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ব্রিটিশ গায়ানার প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাত কার্যকরী ব্যাটিং করতেন সিরিল ক্রিস্টিয়ানি

আন্তর্জাতিক ক্রিকেট

১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৩৭-৩৮ মৌসুম পর্যন্ত সিরিল ক্রিস্টিয়ানির প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র টেস্টে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন সিরিল ক্রিস্টিয়ানি। ৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছিল তার। একই দলের বিপক্ষে ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে কিংস্টনে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেছিলেন।

১৯৩৪-৩৫ মৌসুমে ইংরেজ দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। চার টেস্টে গড়া ঐ সিরিজের প্রত্যেক টেস্টেই তিনি উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।

ব্যক্তিগত জীবন

৪ এপ্রিল, ১৯৩৮ তারিখে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ গায়ানার জর্জটাউনে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সিরিল ক্রিস্টিয়ানির দেহাবসান ঘটে।

বার্টি ক্রিস্টিয়ানি, রবার্ট ক্রিস্টিয়ানি, হ্যারল্ড ক্রিস্টিয়ানি - কনিষ্ঠ ভ্রাতৃত্রয় প্রত্যেকেই ব্রিটিশ গায়ানার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়েছিলেন।[3] তন্মধ্যে, রবার্ট ক্রিস্টিয়ানি জ্যেষ্ঠ ভ্রাতার পদাঙ্ক অনুসরণ করে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট ক্রিকেটার হিসেবে অংশ নেন।

তথ্যসূত্র

  1. List of West Indies Test Cricketers
  2. "West Indies – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬
  3. "Christiani and Stayers dead"espncricinfo। ৭ জানুয়ারি ২০০৫। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৯

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.