সিয়েরা লিওন জাতীয় ক্রিকেট দল

সিয়েরা লিওন জাতীয় ক্রিকেট দল হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সিয়েরা লিওনের প্রতিনিধিত্বকারী একটি ক্রিকেট দল। সিয়েরা লিওন ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে দলটি আইসিসির অনুমোদিত সদস্য পদ পায় ২০০২ সালে।[3][4] এবং সহযোগী সদস্য পদ লাভ করে ২০১৭ সালে।[1] ২০০৪ সালে আফ্রিকান অ্যাফিলেটস চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার মধ্যদিয়ে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে, এবং উক্ত প্রতিযোগিতায় ৮ দলের মধ্যে সিয়েরা লিওন সর্বশেষ স্থানে অবস্থান করে। একই রকম প্রতিযোগিতায় তারা ফিরে আসে আবার ২০০৬ সালে, বিশ্ব ক্রিকেট লীগের আফ্রিকা অঞ্চলের তৃতীয় বিভাগের প্রতিযোগিতায়। যেখানে তাদের বড় ধরনের উন্নতি লক্ষ্য করা যায়, এ সময় তারা মোজাম্বিকের কাছে হেরে রানার-আপ হয় এবং অল্পের জন্য দ্বিতীয় বিভাগে উন্নতির সুযোগ হারায়।

সিয়েরা লিওন জাতীয় ক্রিকেট দল
সিয়েরা লিওনের পতাকা
সংঘসিয়েরা লিওন ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়কলানসানা লামিন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য[1] (২০১৭)
আইসিসি অঞ্চলআফ্রিকা
আইসিসি র‍্যাংকিং বর্তমান[2] সেরা
টি২০আই ৬৮তম ৬৮তম (২-মে-২০১৯)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২১ মার্চ ২০০৪ ব.  বতসোয়ানা (উইলোমোর পার্ক, বেননি, দক্ষিণ আফ্রিকা।
৩ মে ২০১৯ অনুযায়ী

২০১৮-এর এপ্রিলে, আইসিসি সিদ্ধান্ত নেয় যে, সকল সদস্য দেশের জন্য টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা প্রদান করবে। অতপর ১ জানুয়ারি ২০১৯ এর পর থেকে ভানুয়াটু ও আইসিসি সদস্যদের মধ্যে অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা পূর্ণ টি২০আই এর মর্যাদা পাবে।[5]

প্রতিযোগিতার ইতিহাস

বিশ্ব ক্রিকেট লীগ

  • ২০১০ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ অষ্টম বিভাগ-:৫ম স্থান

খেলোয়াড়

নিচের তালিকায় সিয়েরা লিওনের ১৪জন স্কোয়াডের নাম রয়েছে, যারা ২০১০ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ আফ্রিকা অঞ্চ দ্বিতীয় বিভাগ প্রতিযোগিতায় খেলেছে।
  • লানসানা লামিন ())
  • আবুবাকর কামারা
  • ইমানুয়েল পেসিমা
  • আবাস জিবিলা
  • ইব্রাহিম মানসরায়
  • ইব্রাহিম কামারা
  • ইব্রাহিম কাবিয়া
  • জুলিয়াস কোয়ে
  • ব্রিমা আনসুমানা
  • এডওয়ার্ড মারাহ
  • মোস্তফা কলন
  • অ্যালি জন কামারা
  • জর্জ কেপুন্ডেহ
  • সলোমন ফতোমা (কোচ)

তথ্যসূত্র

  1. "Ireland and Afghanistan ICC newest full members amid wide-ranging governance reform"International Cricket Council। ২২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮
  2. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)।
  3. Sierra Leone joining date
  4. Siera Leone affiliates members
  5. "All T20 matches between ICC members to get international status"International Cricket Council। ২৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.