সিমডেগা জেলা

সিমডেগা জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি৷ ১৬ই বৈশাখ ১৪০৮ বঙ্গাব্দ (৩০ এপ্রিল ২০০১ খ্রীষ্টাব্দে) পুর্বতন রাঁচি জেলা জেলা থেকে নির্মিত গুমলা জেলার দক্ষিণাংশ নিয়ে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের দক্ষিণে অবস্থিত দক্ষিণ ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর সিমডেগা শহরে অবস্থিত এবং সিমডেগা মহকুমা নিয়ে গঠিত৷

সিমডেগা জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে সিমডেগার অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগদক্ষিণ ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরসিমডেগা
তহশিল১০
সরকার
  বিধানসভা আসন
আয়তন
  মোট৩,৭৭৪ বর্গকিমি (১,৪৫৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৫,৯৯,৫৭৮
  জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
  পৌর এলাকা৪২,৯৩৩
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৬৭.৯৯ শতাংশ
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
সিমডেগা জেলা

নামকরণ

জেলাটির পুরানো নাম ছিলো বীরুগড়, যা ওড়িশা গজপতি সাম্রাজ্যের অংশ ছিলো৷ সিমডেগা অঞ্চলের প্রবাহিত দুটি প্রধান নদী হলো শঙ্খ নদী, ঝাড়খণ্ডদেও নদী৷ জনশ্রুতি অনুযায়ী এই দুটি নদী থেকেই সিমডেগা অঞ্চলের নাম এসেছে৷ স্থানীয় সাদরি ভাষার অপভ্রংশের কারণে শাঁখদেও থেকে সিমডেগা নামের উৎপত্তি৷[1]

অবস্থান

জেলাটির উত্তরে ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি জেলাজেলাটির পূর্বে ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির দক্ষিণে ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের সুন্দগড় জেলাজেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের জশপুর জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলাছত্তীসগঢ় রাজ্যের জশপুর জেলা[2]

জেলাটির আয়তন ৩৭৭৪ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৪.৭৩%৷

ভাষা

সিমডেগা জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী সিমডেগা জেলার ভাষাসমূহ[3]

  নাগপুরি-সাদরি (৫৩.৯১%)
  মুন্ডারি (২২.৬৬%)
  খারিয়া (১৫.৪৫%)
  হিন্দী (৪.৩৫%)
  কুরুখ/ওরাওঁ (১.৪৪%)
  উর্দু (১.৩৬%)
  অন্যান্য (০.৮৩%)

জনসংখ্যার উপাত্ত

মোট জনসংখ্যা ৫১৪৩২০(২০০১ জনগণনা) ও ৫৯৯৫৭৮(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ২২তম৷ ঝাড়খণ্ড রাজ্যের ১.৮২% লোক সিমডেগা জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৩৬ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৫৯ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৬.৫৮% , যা ১৯৯১-২০১১ সালের ১৫.২০% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৯৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৬৯৷[4]

শিক্ষা

জেলাটির স্বাক্ষরতা হার ৫৩.০২%(২০০১) তথা ৬৭.৯৯(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৬৩.৭১%(২০০১) তথা ৭৬.০৮%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৪২.৪০%(২০০১) তথা ৫৯.৯২% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৫.৫২%৷[4]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.