সিভান
সিভান (হিব্রু: סִיוָן, সিওয়ান ; আক্কাদীয় সিমানু থেকে, অর্থ "ঋতু; মৌসুম") সাধারণ পঞ্জির নবম এবং ইহুদি ধর্মপঞ্জির তৃতীয় মাস। এই মাসে ত্রিশ দিন রয়েছে। সিভান সাধারণত গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মে-জুনে পড়ে।
সিভান | |
---|---|
স্থানীয় নাম | סִיוָן (হিব্রু) |
বর্ষপঞ্জি | হিব্রু বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ৩ |
দিনের সংখ্যা | ৩০ |
ঋতু | বসন্ত (উত্তর গোলার্ধে) |
গ্রেগরীয় সমতুল্য | মে–জুন |
গুরুত্বপূর্ণ দিবস | শাভুত |
হিব্রু বর্ষপঞ্জির অন্যান্য মাসের মতো এই মাসের বর্তমান নামটি বন্দিদশার সময়ে ব্যাবিলনীয় বর্ষপঞ্জি থেকে আরা সিমানু মাসের নাম থেকে নেওয়া হয়েছে।[1]
ছুটির দিন ও উদযাপিত দিবস সমূহ
- ৬–৭ সিভান – শাভুত
ইতিহাস ও ধর্মে
- ১ সিভান (১০৯৬) – প্রথম ক্রুসেডের সময়ে দুর্গে আশ্রয়রত ওর্মের ইহুদি গণহত্যা।
- ৪ সিভান (আনু. ১০৪০ খ্রিস্টপূর্ব) – ডেভিডের জন্ম।
- ৬ সিভান (আনু. ১৩১৩ খ্রিস্টপূর্ব) – সিনাই পর্বতে তওরাহ মোশিকে দেওয়া হয় এবং এই দিনটা শাভুত হিসেবে পালিত হয়।
- ৬ সিভান (আনু. ৯৪০ খ্রিস্টপূর্ব) - ডেভিডের মৃত্যু।
- ৬ সিভান (১৭৬০) – বা'আল শেম তোভের মৃত্যু।
- ৬ সিভান (১৯৪০) – রাব্বাই ইয়াকোভ ইয়েহুদা আরিয়েহ লেইব ফ্রেঙ্কেলের মৃত্যু।
- ৭ সিভান (১৮৩৪) – সফেদের ১৮৩৪ এর ডাকাতি ছড়িয়ে পড়ে।
- ৭ সিভান (১৯৬৬) – রাব্বাই ইয়েশ্রয়েল মোশে ওলেস্কির মৃত্যু।
- ১৩ সিভান (১৬৪৮) – কসাক দাঙ্গা শুরু হয়।
- ২০ সিভান (১১৭১) – নিস্তারপর্বে ইহুদিরা মাতজাহ প্রস্তুত করতে খ্রিস্টান শিশুদের রক্ত ব্যবহার করেছিলো এমন গুজব তুলে ফ্রান্সের ব্লইস শহরে দশ ইহুদি পুরুষ ও মহিলাকে জীবিত পোড়ানো হয়।
- ২৩ সিভান (৪৭৪ খ্রিস্টপূর্ব) – মরদেকাই ও এশথার ইহুদিদের চিঠি পাঠায় যাতে হামান কর্তৃক ইহুদিদের বিরুদ্ধে করা আদার মাসের ১৩ তারিখের ষড়যন্ত্র রুখে দেওয়া যায়।
- ২৭ সিভান (১৭৯০) – "ফ্লোরেন্সের পুরিম" – একটি উৎসব যেদিন ফ্লোরেন্সের ইহুদিদের বিপদ থেকে বাঁচানো হয়েছিলো।
তথ্যসূত্র
- Muss-Arnolt, W., [www.jstor.org/stable/3259081 The Names of the Assyro-Babylonian Months and Their Regents], Journal of Biblical Literature Vol. 11, No. 1 (1892), pp. 72–94 [82], accessed 10 Aug. 2020
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.