সিভান

সিভান (হিব্রু: סִיוָן, সিওয়ান ; আক্কাদীয় সিমানু থেকে, অর্থ "ঋতু; মৌসুম") সাধারণ পঞ্জির নবম এবং ইহুদি ধর্মপঞ্জির তৃতীয় মাস। এই মাসে ত্রিশ দিন রয়েছে। সিভান সাধারণত গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মে-জুনে পড়ে।

সিভান
শাভুত, সপ্তাহব্যাপী উৎসব, যে দিন তওরাহ ইহুদিদের সিনাই পর্বতে দেওয়া হয়েছিলো।
প্রথম ফল নৈবেদ্য হিসেবে ২০০৬ সালে ইজরায়েলের নাহালালে প্রদানের চিত্র
স্থানীয় নামסִיוָן  (হিব্রু)
বর্ষপঞ্জিহিব্রু বর্ষপঞ্জি
মাসের ক্রম
দিনের সংখ্যা৩০
ঋতুবসন্ত (উত্তর গোলার্ধে)
গ্রেগরীয় সমতুল্যমে–জুন
গুরুত্বপূর্ণ দিবসশাভুত

হিব্রু বর্ষপঞ্জির অন্যান্য মাসের মতো এই মাসের বর্তমান নামটি বন্দিদশার সময়ে ব্যাবিলনীয় বর্ষপঞ্জি থেকে আরা সিমানু মাসের নাম থেকে নেওয়া হয়েছে।[1]

ছুটির দিন ও উদযাপিত দিবস সমূহ

  • ৬–৭ সিভানশাভুত

ইতিহাস ও ধর্মে

  • ১ সিভান (১০৯৬) – প্রথম ক্রুসেডের সময়ে দুর্গে আশ্রয়রত ওর্মের ইহুদি গণহত্যা।
  • ৪ সিভান (আনু.১০৪০ খ্রিস্টপূর্ব) – ডেভিডের জন্ম।
  • ৬ সিভান (আনু. ১৩১৩ খ্রিস্টপূর্ব) – সিনাই পর্বতে তওরাহ মোশিকে দেওয়া হয় এবং এই দিনটা শাভুত হিসেবে পালিত হয়।
  • ৬ সিভান (আনু. ৯৪০ খ্রিস্টপূর্ব) - ডেভিডের মৃত্যু।
  • ৬ সিভান (১৭৬০) – বা'আল শেম তোভের মৃত্যু।
  • ৬ সিভান (১৯৪০) – রাব্বাই ইয়াকোভ ইয়েহুদা আরিয়েহ লেইব ফ্রেঙ্কেলের মৃত্যু।
  • ৭ সিভান (১৮৩৪) – সফেদের ১৮৩৪ এর ডাকাতি ছড়িয়ে পড়ে।
  • ৭ সিভান (১৯৬৬) – রাব্বাই ইয়েশ্রয়েল মোশে ওলেস্কির মৃত্যু।
  • ১৩ সিভান (১৬৪৮) – কসাক দাঙ্গা শুরু হয়।
  • ২০ সিভান (১১৭১) – নিস্তারপর্বে ইহুদিরা মাতজাহ প্রস্তুত করতে খ্রিস্টান শিশুদের রক্ত ব্যবহার করেছিলো এমন গুজব তুলে ফ্রান্সের ব্লইস শহরে দশ ইহুদি পুরুষ ও মহিলাকে জীবিত পোড়ানো হয়।
  • ২৩ সিভান (৪৭৪ খ্রিস্টপূর্ব) – মরদেকাইএশথার ইহুদিদের চিঠি পাঠায় যাতে হামান কর্তৃক ইহুদিদের বিরুদ্ধে করা আদার মাসের ১৩ তারিখের ষড়যন্ত্র রুখে দেওয়া যায়।
  • ২৭ সিভান (১৭৯০) – "ফ্লোরেন্সের পুরিম" – একটি উৎসব যেদিন ফ্লোরেন্সের ইহুদিদের বিপদ থেকে বাঁচানো হয়েছিলো।

তথ্যসূত্র

  1. Muss-Arnolt, W., [www.jstor.org/stable/3259081 The Names of the Assyro-Babylonian Months and Their Regents], Journal of Biblical Literature Vol. 11, No. 1 (1892), pp. 72–94 [82], accessed 10 Aug. 2020

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.