সিবিসি নিউজ
সিবিসি নিউজ হল কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি বিভাগ। এটি সিবিসি টেলিভিশন, সিবিসি রেডিও, সিবিসি নিউজ নেটওয়ার্ক এবং সিবিসি.সিএ পরিষেবাসমূহের জন্য সংবাদ সংগ্রহ ও সংবাদ সম্পর্কিত অনুষ্ঠান নির্মাণ করে থাকে। এটি ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয়। সিবিসি নিউজ কানাডার বৃহত্তম সংবাদ সম্প্রচারকারী।
ধরন | সংবাদ সংস্থা |
---|---|
শিল্প | সংবাদ মাধ্যম |
প্রতিষ্ঠাকাল | ৯ ডিসেম্বর ১৯৭১ |
প্রতিষ্ঠাতা | কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন |
সদরদপ্তর | অটোয়া, অন্টারিও, কানাডা |
পরিষেবাসমূহ | রেডিও এবং টেলিভিশন সম্প্রচার |
মালিক | কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন |
ওয়েবসাইট | cbc |
ইতিহাস
সিবিসিতে প্রথম সংবাদ প্রচারিত হয় ১৯৩৬ সালে,একটি রেডিও প্রতিবেদনের মধ্য দিয়ে। সিবিসির সংবাদ সম্প্রচার বিভাগ সিবিসি নিউজ ১৯৪১ সালের ১ জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় চালু হয়।
বিভাগ সমূহ
সিবিসি নিউজ নেটওয়ার্ক
সিবিসি নিউজ নেটওয়ার্ক (পূর্বে সিবিসি নিউজওয়ার্ল্ড নামে পরিচিত ছিল) হল সিবিসি পরিচালিত একটি ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল।[1] এটি ১৯৮৯ সালের ৩১ জুলাই সম্প্রচার শুরু করে।[2]
সিবিসি রেডিও
সিবিসি রেডিও হলো সিবিসির রেডিও সংবাদ বিভাগ। এটি ঘন্টাব্যাপী সংবাদ অনুষ্ঠান সম্প্রচার করে।
আরও দেখুন
তথ্যসূত্র
- "CBC News Network - CBC Media Centre"।
- "Vinessa Antoine to star in CBC-TV legal-aid drama 'Diggstown'"। National Post (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-১৬। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১।
- "CBC/Radio-Canada | About us | Our services"। web.archive.org। ২০১২-০২-০৫। Archived from the original on ২০১২-০২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০১।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.