সিনথিয়া লেনন

সিনথিয়া লেনন (জন্ম ১০ সেপ্টেম্বর ১৯৩৯) ছিলেন গায়ক জন লেনন এর সাবেক স্ত্রী। লিভারপুল কলেজ অব আর্ট এ পড়াশোনা করার সময় তাদের মধ্যে সম্পর্ক হয় [1][2]। ১৯৬২ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তারা বিবাহিত ছিলেন। সিনথিয়ার গর্ভে জন লেনন এর পুত্র জুলিয়ান লেনন এর জন্ম হয়।

সিনথিয়া লেনন
২০১০ সালে সিনথিয়া লেনন
জন্ম(১৯৩৯-০৯-১০)১০ সেপ্টেম্বর ১৯৩৯

ব্ল্যাকপুল, ্ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড
জাতীয়তাইংরেজ
দাম্পত্য সঙ্গীজন লেনন (১৯৬২–৬৮)
রবারতো বাসানিনি(১৯৭০–৭৩)
জন টুইস্ট (১৯৭৬–৮৩)
নেল চার্লস (২০০২ থেকে বর্তমান)
সন্তানজুলিয়ান লেনন

তথ্যসূত্র

  1. Lennon (2006) p16
  2. Lennon (2006) p15
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.