সিটি ব্যাংক লিমিটেড

দি সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। দি সিটি ব্যাংক তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ১৯৮৩ সালের ২৭ মার্চ।[2] ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত।

দি সিটি ব্যাংক লিমিটেড
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (১৯৮৩)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
পণ্যসমূহব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
বিনিয়োগ ব্যাংকিং
ইসলামী ব্যাংকিং[1]
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

ইতিহাস

ব্যাংকটি ১৯৮৩ সালের ২৭ মার্চ "দ্য সিটি ব্যাংক লিমিটেড" তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

নতুন লোগো ও সেবা

২০০৮ সালে তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকটি তাদের ভাবমূর্তি ও সেবায় পরিবর্তন নিয়ে আসে। এই কার্যক্রমের আওতায় ছিল নতুন লোগও উন্মোচন, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, ব্রোকারেজ ব্যবসা ও সিটি ওয়ালেট (এসএমএস ব্যাংকিং) সেবা চালু। তাছাড়া নামটি সহজীকরণের মাধ্যমে "দি সিটি ব্যাংক লিমিটেড" থেকে "সিটি ব্যাংক"-এ পরিবর্তন করা হয়। লাল ও সাদা বক্সযুক্ত ঘুড়িওয়ালা লোগোটি ২০০৮ সালের জুলাই মাসে উন্মোচন করা হয়।[3]

২০১৯ সালের অক্টোবরে ব্যাংকটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী বিকাশের সাথে তাদের পরিবেশকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘পেমেন্ট সেটেলমেন্ট’ সেবা প্রদান করার চুক্তি করে।[4] নভেম্বর মাসে ব্যাংকটি রাগাদি টেক্সটাইল লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করে। এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।[5]

অ্যামেক্সকে সঙ্গে নিয়ে সিটি ব্যাংক

অ্যামেক্সের ক্রেডিট কার্ড সেবা ২০০৯ সালের ৯ নভেম্বর সিটি ব্যাংক চালু করে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি এই কার্ড ব্যবহৃত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগোরার সাথে অ্যামেক্সের কো ব্র্যান্ডেড কার্ড রয়েছে।[6]

ব্যাংকিং কার্যক্রম

বর্তমানে সারা দেশে এই ব্যাংকের মোট ১৩০ টি শাখা এবং ৩৬৯ টি এটিএম আছে। এটিএম কার্ডের সংখ্যা ১০ লাখের অধিক।[2][7]

সিটি ব্যাংক লোন

সিটি ব্যাংক বর্তমানে ৪ ধরনের লোন প্রদান করে থাকে। সেগুলো হলোঃ

১। অটো লোন ২। পার্সোনাল লোন ৩। হোম লোন ৪। সিটি বাইক লোন।

বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকগণ সিটি ব্যাংক থেকে এই ৪ প্রকারের লোন বা ঋণ নিতে পারেন। একেক ধরনের লোনের জন্য একেক ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে। [8]

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

  1. "Islamic Finance"www.thecitybank.com। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০
  2. "All About City Bank"। The City Bank। ১০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 9 Dec, 2014 এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "The City Bank Ltd."দ্য সিটি ব্যাংক। ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯
  4. "সিটি ব্যাংক ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর | অর্থনীতি"দৈনিক ইত্তেফাক। ২৬ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯
  5. "সিটি ব্যাংক ও রাগাদি টেক্সটাইলের মধ্যে চুক্তি স্বাক্ষর"দৈনিক প্রথম আলো। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯
  6. "সিটি ব্যাংকের বাঁকবদল অ্যামেক্স কার্ডে"। ২০১৯-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯
  7. "Who We Are"thecitybank.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯
  8. "সিটি ব্যাংক লোন"bankinghelper.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭
  9. "আবারও বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস' অ্যাওয়ার্ড পেল সিটি ব্যাংক"দৈনিক যুগান্তর। ২৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.