সিটি টেরর
সিটি টেরর মান্না ও শাকিব অভিনীত চতুর্থ সিনেমা। মুলত ঢাকা শহরকে কেন্দ্র করে কাল্পনীক সন্ত্রাসী কর্মকান্ডের গল্প অবলম্বনে তৈরী[1]। শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মান্না, শাকিব খান, পপি ও ড্যানি সিডাক।[2][3][4][5]
সিটি টেরর | |
---|---|
![]() সিটি টেরর চলচ্চিত্রের ভিসিডি পোস্টার | |
পরিচালক | এম এ রহিম |
প্রযোজক | নাজিম উদ্দিন শেখ চেয়ারম্যান ইমরান হোসেন |
কাহিনিকার | আবদুল্লাহ জহির বাবু |
শ্রেষ্ঠাংশে | |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | এ এন ফিল্মস |
মুক্তি | ২৯ জুলাই, ২০০৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
এটি অন্ধকার(সন্ত্রাসী) জগৎ এর গল্প। বুলেট (শাকিব খান) তিনটি হত্যা করার পরে খুলনা থেকে ঢাকায় পালিয়ে এসে সিটি টেরর শান্ত'র (মান্নার) আশ্রায় পেয়ে তার অধীনে অপরাধী হিসাবে কর্মজীবন চালিয়ে যান। শান্তর বুলেটকে খুব পছন্দ হয়েছিল এবং তাকে তার নিজের ভাই হিসাবে গণ্য করে। একসাথে তারা শহর সন্ত্রাসে পরিণত হয়েছিল। ঘটনার পরিক্রমায় টাকার বিনিময় বুলেট শান্তকে খুন করে[6][7]।
কুশীলব
- মান্না
- শাকিব খান
- পপি
- বৈশাখী
- ড্যানি সিডাক
- নাসরিন
- দুলারী
- আমির সিরাজী
- ইলিয়াস কোবরা
সঙ্গীত
আবহ সঙ্গীত পরিচালনা করেছেন এম আর হাসান নীলু, গীতিকার ছিলেন মনিরুজ্জামান মনির।
তথ্যসূত্র
- "সালমান শাহ্'র পর এবার 'মান্না জন্মোৎসব'"। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- "টিভিতে যত ছবি | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "ছোটপর্দায় ঈদ আয়োজন"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "১৬ বছর পর একসঙ্গে তারা | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "তিন দিনের বাংলা ছবি"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- "'মান্না জন্মোৎসব-২০২০' | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- "দশ বছরের একক রাজত্ব নিয়ে শাকিব খানের ২০ বছর"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সিটি টেরর (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে সিটি টেরর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.