সিঙ্গাপুরের জাতীয় পতাকা

সিঙ্গাপুরের জাতীয় পতাকা দুইটি অনুভূমিক অংশ নিয়ে গঠিত। এর নিচেরটি সাদা এবং উপরেরটি লাল।

  • লাল বর্ণের অংশটি মানুষের সার্বজনীন ভ্রাতৃত্ব ও সাম্যবোধের প্রতীক
  • সাদা বর্ণের অংশটি বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক
অনুপাত: ২:৩

উপরে বাম দিকের কোনায় একটি সাদা নতুন চাঁদ ও ৫টি সাদা তারকা বৃত্তাকারা সাজানো আছে। চাঁদটি উদীয়মান দেশের প্রতীক, এবং ৫টি তারা হলো গণতন্ত্র, শান্তি, প্রগতি, ন্যায়বিচার ও সাম্য - এই পাঁচটি আদর্শের তাৎপর্যবাহী।

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.