সিএমভি মিউজিক

সিএমভি (সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও) একটি বাংলাদেশী অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান। ২০০৪ সালে এসকে শাহেদ আলী পাপ্পু, এবং হেলাল খানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিলো। ২০০৮ সালে প্রতিষ্ঠানটি নতুন সঙ্গীত প্রযোজনা বন্ধ করে দিয়েছিল। লম্বা বিরতির পর ০৫ ফেব্রুয়ারি, ২০১৬ সালে প্রতিষ্ঠানটি নতুন করে সক্রিয় হয়। ঢাকার ইস্কাটন সড়কে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় অবস্থিত।[1] ২০১৬ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর প্রতিষ্ঠানটি বাংলা নাটক, সঙ্গীতের অডিও-ভিডিও ও বিনোদনমূলক ওয়েব সিরিজ প্রযোজনা করছে।

সিএমভি মিউজিক
প্রতিষ্ঠাকাল২০০৪
প্রতিষ্ঠাতাএসকে শাহেদ আলী পাপ্পু হেলাল খান
অবস্থাসক্রিয়
ধরনসঙ্গিত-অডিও ও ভিডিও, নাটক, অয়েব সিরিজ
দেশ বাংলাদেশ
অবস্থানইস্কাটন, ঢাকা, বাংলাদেশ
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটcmvbd.com

শিল্পী

গায়ক

তথ্যসূত্র

  1. "'সিএমভি'র ফিরে আসা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৩
  2. "In memory of Suchitra Sen - Parveen Sultana launches solo album"। thedailystar.net। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.