সিএমওয়াইকে রং মডেল
সি এম ওয়াই কে (CMYK) বর্ণ বা রঙের একটি মানদণ্ড বা প্রতিমান। সাধারণত ছাপাখানাগুলিতে এই প্রতিমান ব্যবহার করা হয়। এই প্রতিমানে চারটি প্রধান রং আছে: সায়ান (Cyan, এক ধরনের সবুজাভ নীল), ম্যাজেন্টা বা নীললোহিত (টকটকে লাল), হলুদ ও কালো। ছাপার সময় এই চারটি রং হতে সমস্ত রং তৈরি হয়ে থাকে।
![](../I/CMYK_color_swatches.svg.png.webp)
সায়ান, ম্যাজেন্টা, হলুদ, এবং কালো
![](../I/Color-subtractive-mixing-cropped.png.webp)
অর্ধস্বচ্ছ কাচের মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে এই চারটি বর্ণ দিয়ে বিভিন্ন বর্ণ তৈরি করা যায়।
লাল, নীল ও সবুজ হল মৌলিক রং যাদের থেকে সমস্ত রং তৈরি করা হয়। ঐ তিন রঙের সমন্বয়ে তৈরি রঙকে ছাপার পূর্বে সি এম ওয়াই কে ধরনে পরিবর্তন করে নেয়া হয়। সব ধরনের গ্রাফিক্স বা চিত্রলৈখিক-নকশাকরণ সফটওয়্যার এই কাজটি করতে পারে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.