সিএনএন-নিউজ১৮

সিএনএন-নিউজ ১৮ (পূর্বে সিএনএন-আইবিএন নামে পরিচিত ছিল) হল একটি একটি ভারতীয় ইংরেজি ভাষার সংবাদ টেলিভিশন চ্যানেল। এটি বর্তমানে নেটওয়ার্ক ১৮ এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির মালিকানাধীন।[1] এটি আন্তর্জাতিক সম্প্রচারকারী সিএনএনের ভারতীয় বিভাগ,যা ভারতের অভ্যন্তরীণ সংবাদগুলো সম্প্রচার করে।[2]

সিএনএন-নিউজ ১৮
উদ্বোধন১৮ ডিসেম্বর ২০০৫ (2005-12-18)
নেটওয়ার্কসিএনএন
মালিকানানেটওয়ার্ক ১৮
ওয়ার্নার ব্রোস ডিসকভারি
চিত্রের বিন্যাস৫৭৬i এসডিটিভি
দেশভারত
ভাষাইংরেজি ভাষা
প্রধান কার্যালয়নয়াদিল্লি,ভারত
পূর্বতন নামসিএনএন-আইবিএন (২০০৫–২০১৬)
ওয়েবসাইটwww.news18.com

ইতিহাস

সিএনএন-নিউজ ১৮ চালু হওয়ার পূর্বে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন ইন্টারন্যাশনাল শুধুমাত্র ভারতের শহুরে এলাকার অভিজাতরা দেখতে পারত। ভারতীয় সাধারণ জনগণের কাছে সিএনএনকে পৌঁছানোর জন্য টাইম ওয়ার্নার নামের একটি ভারতীয় কোম্পানি, গ্লোবাল ব্রডকাস্ট নিউজ (বর্তমানে টিভি ১৮ ব্রডকাস্ট লিমিটেড) এর সাথে ১৮ ডিসেম্বর ২০০৫ সালে ভারতে চ্যানেলটি সিএনএন-আইবিএন নামে চালু হয়,যা ২০১৬ সালের ১৮ এপ্রিল সিএনএন নিউজ ১৮ নামকরণ করা হয়[3]

তথ্যসূত্র

  1. "Network18"web.archive.org। ২০১৪-০৭-১১। ২০১৪-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪
  2. Philip M. Seib (২০০৮)। The Al Jazeera effect। Internet Archive। Potomac Books। আইএসবিএন 978-1-59797-200-0।
  3. "Network18"web.archive.org। ২০১৪-০৫-৩১। ২০১৪-০৫-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৪

বহিঃসংযোগ

সিএনএন-নিউজ 18 ওয়েবসাইট

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.