সাসের মুজতাঘ

সাসের মুজতাঘ ভারতের লাদাখ রাজ্যের কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব প্রান্তের এক উপপর্বতশ্রেণী বিশেষ।

সাসের মুজতাঘ
খার্দুং গিরিবর্ত্ম থেকে দৃষ্ট সাসের মুজতাঘ
সর্বোচ্চ বিন্দু
শিখরসাসের কাংরি
উচ্চতা৭,৬৭২ মিটার (২৫,১৭১ ফুট)
ভূগোল
অবস্থানলাদাখ, ভারত
মূল পরিসীমাকারাকোরাম পর্বতশ্রেণী

অবস্থান

সাসের মুজতাঘ ভারতের লাদাখ অঞ্চলে কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব প্রান্তে অবস্থিত। এই পর্বতমালার দক্ষিণে, পূর্বে ও উত্তরপূর্বে শ্যোক নদী, পশ্চিমদিকে নুব্রা উপত্যকা, উত্তর দিকে সাসের ও রিমো মুজতাঘের মাঝে সাসের গিরিবর্ত্ম অবস্থিত।

হিমবাহ

সাসের মুজতাঘ থেকে উত্তর শুকপা কুঞ্চাং হিমবাহ, দক্ষিণ শুকপা কুঞ্চাং হিমবাহ, সাকাং হিমবাহ, চামসেন হিমবাহ প্রভৃতি হিমবাহের উৎপত্তি ঘটেছে।

পর্বতশৃঙ্গ

শৃঙ্গ উচ্চতা (মিটার) উচ্চতা (ফুট) স্থানাঙ্ক উদগ্রতা প্রথম আরোহণ আরোহণ (শৃঙ্গ জয়)
সাসের কাংরি ৭,৬৭২ ২৫,১৭১ ৩৪°৫২′০০″ উত্তর ৭৭°৪৫′০৯″ পূর্ব ২,৩০৪ ১৯৭৩ ৬ (৪)
সাসের কাংরি ২ পূর্ব ৭,৫১৩ ২৪,৬৪৯ ৩৪°৪৮′১৫″ উত্তর ৭৭°৪৮′১৮″ পূর্ব ১,৪৫০ ২০১১ ১ (০)
সাসের কাংরি ২ পশ্চিম ৭,৫০০ ২৪,৬০০
সাসের কাংরি ৭,৪৯৫ ২৪,৫৯০ ৩৪°৫০′৪৪″ উত্তর ৭৭°৪৭′০৬″ পূর্ব ৮৫০ ১৯৮৬ ১ (০)
সাসের কাংরি ৭,৪১৬ ২৪,৩৩১

তথ্যসূত্র

    • Jerzy Wala, Orographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.
    • Jill Neate, High Asia: an illustrated history of the 7,000 metre peaks, The Mountaineers, 1989.

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.