সাসের মুজতাঘ
সাসের মুজতাঘ ভারতের লাদাখ রাজ্যের কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব প্রান্তের এক উপপর্বতশ্রেণী বিশেষ।
সাসের মুজতাঘ | |
---|---|
![]() খার্দুং গিরিবর্ত্ম থেকে দৃষ্ট সাসের মুজতাঘ | |
সর্বোচ্চ বিন্দু | |
শিখর | সাসের কাংরি ১ |
উচ্চতা | ৭,৬৭২ মিটার (২৫,১৭১ ফুট) |
ভূগোল | |
অবস্থান | লাদাখ, ভারত |
মূল পরিসীমা | কারাকোরাম পর্বতশ্রেণী |
অবস্থান
সাসের মুজতাঘ ভারতের লাদাখ অঞ্চলে কারাকোরাম পর্বতশ্রেণীর পূর্ব প্রান্তে অবস্থিত। এই পর্বতমালার দক্ষিণে, পূর্বে ও উত্তরপূর্বে শ্যোক নদী, পশ্চিমদিকে নুব্রা উপত্যকা, উত্তর দিকে সাসের ও রিমো মুজতাঘের মাঝে সাসের গিরিবর্ত্ম অবস্থিত।
হিমবাহ
সাসের মুজতাঘ থেকে উত্তর শুকপা কুঞ্চাং হিমবাহ, দক্ষিণ শুকপা কুঞ্চাং হিমবাহ, সাকাং হিমবাহ, চামসেন হিমবাহ প্রভৃতি হিমবাহের উৎপত্তি ঘটেছে।
পর্বতশৃঙ্গ
শৃঙ্গ | উচ্চতা (মিটার) | উচ্চতা (ফুট) | স্থানাঙ্ক | উদগ্রতা | প্রথম আরোহণ | আরোহণ (শৃঙ্গ জয়) |
---|---|---|---|---|---|---|
সাসের কাংরি ১ | ৭,৬৭২ | ২৫,১৭১ | ৩৪°৫২′০০″ উত্তর ৭৭°৪৫′০৯″ পূর্ব | ২,৩০৪ | ১৯৭৩ | ৬ (৪) |
সাসের কাংরি ২ পূর্ব | ৭,৫১৩ | ২৪,৬৪৯ | ৩৪°৪৮′১৫″ উত্তর ৭৭°৪৮′১৮″ পূর্ব | ১,৪৫০ | ২০১১ | ১ (০) |
সাসের কাংরি ২ পশ্চিম | ৭,৫০০ | ২৪,৬০০ | ||||
সাসের কাংরি ৩ | ৭,৪৯৫ | ২৪,৫৯০ | ৩৪°৫০′৪৪″ উত্তর ৭৭°৪৭′০৬″ পূর্ব | ৮৫০ | ১৯৮৬ | ১ (০) |
সাসের কাংরি ৪ | ৭,৪১৬ | ২৪,৩৩১ |
তথ্যসূত্র
![](../I/Commons-logo.svg.png.webp)
উইকিমিডিয়া কমন্সে সাসের মুজতাঘ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- Jerzy Wala, Orographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.
- Jill Neate, High Asia: an illustrated history of the 7,000 metre peaks, The Mountaineers, 1989.
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.