সালভাদোরীয় ফুটবল ফেডারেশন
সালভাদোরীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Salvadoreña de Fútbol, ইংরেজি: Salvadoran Football Federation; এছাড়াও সংক্ষেপে ফেসফুত নামে পরিচিত) হচ্ছে এল সালভাদোরের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৬ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরে অবস্থিত।
কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৩৫[1] |
সদর দপ্তর | সান সালভাদোর, এল সালভাদোর |
ফিফা অধিভুক্তি | ১৯৩৮[1] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৬১[2] |
সভাপতি | উগো কারিয়ো |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | fesfut |
২০১০ সালের মে মাসে, সালভাদোরীয় সরকার ফেসফুতে প্রতিনিধিত্ব করার জন্য সাধারণীকরণ কমিটির কর্তৃত্বকে স্বীকৃতি দেয়নি, এই কারণেই ফিফা সকল প্রতিযোগিতায় আন্তর্জাতিক সংক্ষিপ্তভাবে সালভাদোরীয় দলের স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন; অতঃপর ২৮শে মে তারিখে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এই সংস্থা ম্যাচ ফিক্সিংয়ের দায়ে জাতীয় দলের ১৪ সদস্যের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং আরও তিনজন খেলোয়াড়কে ছয় থেকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। খেলোয়াড়দের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচের জন্য ঘুষ গ্রহণ করার অভিযোগ আনা হয়েছিল।[3]
এই সংস্থাটি এল সালভাদোরের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে এল সালভাদোর ফুবল প্রথম বিভাগ, সালভাদোরীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কোপা এল সালভাদোরের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[4][5] বর্তমানে সালভাদোরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন উগো কারিয়ো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুইস পেরেস।
কর্মকর্তা
- ৮ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | উগো কারিয়ো |
সহ-সভাপতি | এমেরসন আবালোস |
হুয়ান পাবলো এরেরা | |
সাধারণ সম্পাদক | লুইস পেরেস |
কোষাধ্যক্ষ | হুয়ান বালেনজুয়েলা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | হুয়াদালুপে জুনিগা |
প্রযুক্তিগত পরিচালক | বিক্তোরিনো রদ্রিগেস |
ফুটসাল সমন্বয়কারী | হোসে দে লা ক্রুস |
জাতীয় দলের কোচ (পুরুষ) | কার্লোস দে লোস কবোস |
জাতীয় দলের কোচ (নারী) | এলমের গুদোস |
রেফারি সমন্বয়কারী | হোয়েল আগিলার |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২০।
- "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"। La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।
- BBC; El Salvador match-fixing: 14 footballers banned for life
- laprensagrafica.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মার্চ ২০১২ তারিখে; Football finally has a women's league
- ""¿Ahora qué, van a dirigir los federativos?""। elgrafico.com। ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (স্পেনীয়) (ইংরেজি)
- ফিফা-এ সালভাদোরীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ সালভাদোরীয় ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ আগস্ট ২০১৮ তারিখে (ইংরেজি)