সার্পাং জেলা
সার্পাং জেলা ভুটানের ২০টি জেলার একটি জেলা। এটি ভুটানের জনবহুল জেলাগুলোর একটি। এটি গেইলেগফুং নামেও পরিচিত।
ইতিহাস
২০০৭ সালের ২৬ এপ্রিল লামোজিংখা ডুংখাগ (উপজেলা) আনুষ্ঠানিকভাবে সারপাং জেলা থেকে দাগানা জেলায় হস্তান্তরিত হয়।[1] প্রভাবিত তিনটি গিয়োগ (লামোজিংখা, ডিওরালি ও নিচুলা বা জিনচুলা এবং লামোজিংখা শহর), যেগুলো সারপাং জেলার সর্ব-পশ্চিমাংশে গঠিত ছিল; বর্তমানে সেগুলো দাগানা জেলার সর্ব-দক্ষিণাংশে গঠিত।[2]
ভূগোল
সার্পাং জেলার আয়তন ১,৯৪৬ বর্গকিলোমিটার। এর পূর্বে ঝেমগাং জেলা, উত্তরে ত্রোংসা জেলা, পশ্চিমে ওয়াংদুয়ে ফ্রোদাং, সিরাং ও দাগানা জেলা এবং দক্ষিণ আন্তর্জাতিক সীমানা, সীমান্তের উপারে ভারতের আসাম রাজ্য।
ভাষা
সার্পাং জেলার আধিপত্যবাদী ভাষা নেপালি, ভিন্ন-ভিন্ন লৌতশম্পা সম্প্রদায় দ্বারা কথিত একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। জেলার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে পূর্ব বদিশ খেং ভাষাও কথা বলে।
প্রশাসনিক বিন্যাস
সার্পাং জেলা ১২টি গিয়োগে বিভক্ত;
- চুজাগং গিয়োগ
- চুদজোম গিয়োগ
- দেকিলিং গিয়োগ
- গেকিলিং গিয়োগ
- জেলেফু গিয়োগ
- জিগমেচোলিং গিয়োগ
- সামতেনলিং গিয়োগ
- সেঙ্গহে গিয়োগ
- সেরঝং গিয়োগ
- শোম্পাংখা গিয়োগ
- তারেয়থং গিয়োগ
- উমলিং গিয়োগ
আরও দেখুন
- ভুটানের জেলা
- ট্রোঙ্গসা প্রদেশ
তথ্যসূত্র
- "Sarpang Dzongkhag Administration online – "Handing-Taking""। Wayback Machine Internet Archive। ২০০৮-০৩-১৯। ২০০৮-০৩-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০১-২৩।
|work=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "Sarpang Dzongkhag Ninth Plan (2002-2000007)" (PDF)।