সারা খান

সারা খান হলেন একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালের মিস মধ্য প্রদেশ খেতাব বিজয়ী। তিনি "সাপনা বাবুল কা.... বিদাই", "রাম মিলায়ে জোড়ি" এবং "জুনুন - এইসি নাফরাত তো ক্যায়সে ইশক" ধারাবাহিকে অসাধারন অভিনয়ের সুবাদে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব।

সারা খান
সারা খান রাম মিলায়ে জোড়ির ১০০ তম পর্ব সমাপ্তির পর
জন্ম
সারা খান

পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০৭-বর্তমান

কর্মজীবন

খানের প্রথম টেলিভিশন ধারাবাহিক "সাপনা বাবুল কা .... বিদাই" এ সাধনা চরিত্রে প্রথম অভিনয় করেন।[1] এরপর ২০০৮ সালে তিনি "ক্যা আপ পান্ছবি পাস সে তেজ হ্যায়?" একজন তারকা প্রতিযোগী হিসেবে হাজির হন। সাথে ছিলেন "সাপনা বাবুল কা ... বিদাই" এর পর্দার বোন হিসেবে অভিনয় করা পারুল চৌহান। তারা দুজনই খেলায় অংশগ্রহণ করেন এবং তাদের জেতা টাকা ভারতের দাতব্য সংস্থা "হেল্প এজে" দান করেন।

তিনি একজন সেলিব্রেটি অতিথি হিসেবে ২০০৮ সালের ২০ সেপ্টেম্বরে আনগাদ হাসিজা, পারুল চৌহান এবং কিনসুক মহাজনের সাথে "আমুল স্টার ভয়েজ অব ইন্ডিয়া ২" মৌসুমে হাজির হন। এছাড়াও তিনি ২০০৯ সালের আগস্টে সালমান খান কর্তৃক আমন্ত্রিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান "১০ কা দাম"[2] এবং সনি টিভিতে সম্প্রচারিত একটি নাচের আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "ড্যান্স প্রিমিয়ার লীগ" আমন্ত্রন জানানো হয়।[3]

ব্যক্তিগত জীবন

খান ২০১০ সালের বিগ বস ৪ মৌসুমে আলী মার্চেন্টকে বিয়ে করেন; কিন্তু ২০১১ সালে তারা মাত্র ২ মাস পরে বিবাহ বিচ্ছেদ করেন।[4]

খান রাম মিলায়ি জোড়ি এর সফল অনুষ্ঠানে

চলচ্চিত্র

  • ২০১৪এম৩-মিড সামার মিডনাইট মুম্বাই - মাধুরী চরিত্রে[5]

টৈলিভিশন

ধারাবাহিক

বছরধারাবাহিকভূমিকাচ্যানেলসহ-তারকা
২০০৭–২০১০সাপনা বাবুল কা...বিদাইসাধনা আলেখ রাজবান্সস্টার প্লাসআনগাদ হাসিজা
২০১১–২০১২রাম মিলায়ি জোড়িমনা আনুকাল্প /আদিত্য গান্ধিজি টিভিনিশান্ত মালকিনি/সুজয় রিউ/আনগাদ হাসিজা
২০১২–২০১২ভি দ্যা সিরিয়ালনিজেচ্যানেল ভি
আগতএনকাউন্টার আয়েশাসনি টিভিনন্দিশ সাধু[6][7]

অন্যান্য টেলিভিশন অনুষ্ঠান

বছরঅনুষ্ঠাননোটচ্যানেল
২০০৯ড্যান্স প্রিমিয়ার লীগনিজে (হোস্ট)সনি টিভি
২০১০বিগ বস ৪প্রতিযোগী (৮ম স্থান ৬৯ দিনে শেষ)কালারস
২০১৩ওয়েলকাম - বাজি মেহমান - নওয়াজিকিনিজেলাইফ ওকে

পুরস্কার

বছরপুরস্কারবিভাগঅনুষ্ঠানভূমিকাফলাফল
২০০৮স্টার পরিবার এ্যাওয়ার্ডসফেবারিট নয়া সদস্যসাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৮স্টার পরিবার এ্যাওয়ার্ডসফেবারিট বেহেনসাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৮নিউ ট্যালেন্ট এ্যাওয়ার্ডসশ্রেষ্ঠ নতুন অভিনেত্রী প্রধান চরিত্রে (নারী)সাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৮নিউ ট্যালেন্ট এ্যাওয়ার্ডসস্টাইল আইকন অব দ্যা ইয়ার (নারী)সাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৮ইন্ডিয়ান টেলি এ্যাওয়ার্ডসশ্রেষ্ঠ অভিনেত্রী নারীসাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৮জি গোল্ড এ্যাওয়ার্ডশ্রেষ্ঠ নারী অভিষেকসাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৮ভারতীয় টেলিভিসন এ্যাকাডেমী পুরস্কারশ্রেষ্ঠ অভিনেত্রী (জনপ্রিয়)সাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী
২০০৯স্টার পরিবার এ্যাওয়ার্ডসফেবারটি পত্নিসাপনা বাবুল কা...বিদাইসাধনাবিজয়ী

তথ্যসূত্র

  1. "What makes Bidaai so popular"Rediff। ১৩ মে ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১০
  2. "Sara to meet Salman on 10 Ka Dum"। One India। ২৪ আগস্ট ২০০৯।
  3. Indo-Asian News Service (২৮ নভেম্বর ২০০৯)। "Sara Khan quits as host of Dance Premier League"।
  4. "The Times of India: Latest News India, World & Business News, Cricket & Sports, Bollywood"The Times Of India। ২০১৩-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৭
  5. http://www.aninews.in/newsdetail5/story168547/sara-khan-to-debut-with-039-m3-039-in-bollywood.html
  6. "Sara Khan portrays a Gangster - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২১
  7. "Sara will play a Muslim girl Ayesha in Encounter - Times of India"The Times of India। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২১

বহিঃসংযোগ

টেমপ্লেট:BBHM

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.