সায়ন্তনী ঘোষ
সায়ন্তনী ঘোষ (জন্ম: ৬ই সেপ্টেম্বর ১৯৮৪)[2] হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি কুমকুম - এক পেয়ারা সা বন্ধন, নাগিন, মহাভারত, ইতনা করো না মুঝে পেয়ার এবং নামকরণ-এ তার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।[3] তিনি ২০১২ সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ১৮তম স্থান অধিকার করেছিলেন। অতঃপর তিনি স্টার প্লাসে প্রচারিত মেডিকেল সিরিজ সঞ্জীবনী ২-এ ড. অঞ্জলি গুপ্তার চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি কালার্স টিভিতে প্রচারিত নাগিন ৪-এ মান্যতা চরিত্রে অভিনয় করেছেন।[4]
সায়ন্তনী ঘোষ | |
---|---|
![]() | |
জন্ম | [1] | ৬ সেপ্টেম্বর ১৯৮৪
পেশা |
|
কর্মজীবন | ২০০২–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | অনুগ্রহ তিওয়ারি (বি. ২০২১) |
প্রারম্ভিক জীবন
সায়ন্তনী ঘোষ ১৯৮৪ সালের ৬ই সেপ্টেম্বর তারিখে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছেন। তিনি মিস কলকাতা নামক সুন্দরী প্রতিযোগিতা জয়লাভ করার পর ২০০২ সালে ভারতীয় টেলিভিশন ধারাবাহিক কুমকুম - এক পেয়ারা সা বন্ধন-এ অভিনয় করেছেন; এটি ছিল অভিনয় জগতে তার প্রথম কাজ। কিন্তু টেলিভিশন প্রথম কাজ করার আগে তিনি বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছিলেন।[3][5] টেলিভিশনে প্রথম কাজ করার চার বছর পর তিনি জি টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক নাগিন-এ অভিনয় করেছেন; যেখানে তিনি অমৃতার চরিত্রে অভিনয় করেছেন। এর দুই বছর পর, তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত আদালত-এর একটি পর্বে অভিশংসক প্রণালী গুজরালের চরিত্রে অভিনয় করেছেন। অতঃপর ২০১২ সালে, তিনি সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বস ৬-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি মাত্র ২০ দিন অবস্থান করেছিলেন। এই অনুষ্ঠানের তৃতীয় সপ্তাহেই তিনি দর্শকের ভোটে ঘর থেকে নির্গত হয়েছিলেন।
২০১৩ সালে তিনি মহাকাব্য ভিত্তিক টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ সত্যবতী (একজন জেলে যিনি পরবর্তীতে সম্রাটের স্ত্রী হয়েছিলেন) নামক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে সায়ন্তনী ইতনা করো না মুঝে পেয়ার-এ একজন খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। অতঃপর তিনি লাইফ ওকে-এ প্রচারিত নৃত্য বিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ডেয়ার ২ ডান্স-এ একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। ২০১৫ সালে, সায়ন্তনী কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক শ্বশুরাল সিমর কা-এ রাজকুমারী রাজেশ্বরীর চরিত্রে অভিনয় করেছিলেন। এরপরে তিনি রিশতো কা মেলা, কমেডি নাইটস উইথ কপিল এবং কমেডি ক্লাসেস-এর মতো টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছেন। ২০১৫ সালের শেষের দিকে, সায়ন্তনী সন্তোষী মা-এ পৌলমি মা নামক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৬ সালে তিনি রোমান্টিক নাটক নামকরণ-এ ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত (তার চরিত্রের মৃত্যু পর্যন্ত) অভিনয় করেছেন, উক্ত ধারাবাহিকে তিনি নীলা পারিখ নামক চরিত্রে অভিনয় করেছেন। ২০১৯ সালে, তিনি অভী - এ হন্টেড হোস্টেল নামক একটি মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চ জগতে প্রবেশ করেছেন।[6]
তথ্যসূত্র
- "Naamkaran actresses Sayantani Ghosh, Shruti Ulfat celebrate birthday together; see pics"। Times Of India Dot Com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৬।
- "Naamkaran actresses Sayantani Ghosh, Shruti Ulfat celebrate birthday together; see pics"। Times Of India Dot Com (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০২০-০২-০৬।
- "Sayantani Ghosh is back!"। Times of India। TNN। ১৭ এপ্রিল ২০১০। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২০।
- "Sayantani to be locked up in the Bigg Boss house"। ৬ অক্টোবর ২০১২।
- "Sayantani Ghosh Biography"। Bigg Boss। ১০ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২।
- "Sayantani Ghosh on her theatre debut: I wanted to challenge myself"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সায়ন্তনী ঘোষ (ইংরেজি)