সামুয়েল উমতিতি

সামুয়েল উমতিতি (জন্ম: ১৪ নভেম্বর ১৯৯৩) একজন ফরাসি পেশাদার ফুটবলার। তিনি ইতালীয় দল লেচ্চের হয়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেন।

সামুয়েল উমতিতি
২০১৮ সালের মার্চে ফ্রান্সের হয়ে খেলছেন উমতিতি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সামুয়েল উমতিতি
জন্ম (1993-11-14) ১৪ নভেম্বর ১৯৯৩
জন্ম স্থান ইয়োউন্দে, ক্যামেরুন
উচ্চতা ১.৮৩ মি (৬ ফু ০ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার-ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
লেচ্চে
জার্সি নম্বর ৯৩
যুব পর্যায়
১৯৯৯–২০০১ মেনিভাল
২০০১–১১ লিয়োঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–১২ লিয়োঁ বি ২১ (০)
২০১২–১৬ লিয়োঁ ১৩১ (৩)
২০১৬– বার্সেলোনা ৯১ (২)
২০২২–লেচ্চে (ধারে) (০)
জাতীয় দল
২০০৯–১০ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ (০)
২০১০–১১ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১১–১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ ১৩ (২)
২০১২–১৩ ফ্রান্স অনূর্ধ্ব-২০ ১৩ (০)
২০১৩–১৪ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (১)
২০১৬– ফ্রান্স ৩১ (৪)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ মে ২০২১ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১ জুন ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।

উমতিতি তার পেশাদার কর্মজীবন শুরু করেন ওলাঁপিক লিয়োনে বি দলের হয়ে। ২০১২ সালে তার ওলাঁপিক লিয়োনে দলে অভিষেক হয়। ২০১৬ সালে তিনি ২ কোটি ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন। ২০২২-২৩ মৌসুমের শুরুতে তিনি ইতালীয় দল লেচ্চেতে ধারে যোগ দেন।

উমতিতি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত সব বয়সভিত্তিক দলে খেলেছেন। তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৩ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছেন। ২০১৬ সালে তার ফ্রান্স দলে অভিষেক হয়। তিনি ২০১৬ ইউরো তে রানার্স-আপ হওয়া ফ্রান্স দলের অংশ ছিলেন। তিনি ২০১৮ ফিফা বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

আন্তর্জাতিক কর্মজীবন

২০১৮ সালের ১৭ই মে রাশিয়াতে অনুষ্ঠিত ২১তম ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের ফ্রান্স দলে ডাক পান। ১০ই জুলাই বেলজিয়ামের বিপক্ষে সেমি ফাইনাল খেলায় তিনি কর্নার থেকে আসা একটি ক্রসে হেড করে ফ্রান্সের জন্য জয়সূচক গোলটি করেন এবং তার দল ফাইনালে পৌঁছায়।[1]

পরিসংখ্যান

ক্লাব

২২ মে ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কাপ লিগ কাপ ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
লিওঁ টু ২০১০-১১ ১৩১৮
২০১১-১২
২০১২-১৩
মোট ২১২১
লিওঁ ২০১১-১২ ১২১৮
২০১২-১৩ ২৬৩২
২০১৩-১৪ ২৮১০৪২
২০১৪-১৫ ৩৫৪০
২০১৫-১৬ ৩০৩৮
মোট ১৩১২২১৭০
বার্সেলোনা ২০১৬-১৭ ২৫৪৩
২০১৭-১৮ ২৫৪০
২০১৮-১৯ ১৪১৫
২০১৯-২০ ১৩১৮
২০২০-২১ ১৩১৬
২০২১-২২
মোট ৯১১৬২২১৩৩
লেচ্চে (ধারে) ২০২২-২৩
মোট
সর্বমোট ২৪৩২৪৪৪৩২৪
ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১২ সালে উমতিতি

আন্তর্জাতিক

৮ জুন ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দলসালউপস্থিতিগোল
ফ্রান্স ২০১৬
২০১৭১০
২০১৮১৩
২০১৯
মোট৩১

অর্জন

ক্লাব

অলিম্পিক লিঁওর হয়ে ২০১৫ সালে উমতিতি
লিয়োঁ
  • কোপ দে ফ্রান্স: ২০১১-১২
  • ট্রফি দে চ্যাম্পিয়ন্স: ২০১২
বার্সেলোনা

আন্তর্জাতিক

ফ্রান্স অনূর্ধ্ব-২০
ফ্রান্স

ব্যক্তিগত

  • উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টসেরা দল: ২০১২
  • উয়েফা চ্যাম্পিয়নস লিগ ব্রেকথ্রু একাদশ: ২০১৬
  • ফিফপ্রো বিশ্ব একাদশ পঞ্চম দল: ২০১৭
  • ফিফপ্রো বিশ্ব একাদশ দ্বিতীয় দল: ২০১৮

অন্যান্য

  • নাইট অফ দি লিজিওন সম্মাননা: ২০১৮

তথ্যসূত্র

  1. "মাথা খাটিয়ে ফাইনালে ফ্রান্স"দৈনিক প্রথম আলো। ১১ জুলাই ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.