সামির শাকের

সামির শাকের মাহমুদ (জন্ম ২৮শে ফেব্রুয়ারি, ১৯৫৮) একজন প্রাক্তন ইরাকি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন। তিনি ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে ইরাকি জাতীয় দলের হয়ে খেলেন। [1] ইরাকের ঘরোয়া লীগে তিনি বাগদাদের বিখ্যাত আল-রাশিদ ক্লাবের হয়ে খেলেন।

সামির শাকের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সামির শাকের মাহমুদ
জন্ম (1958-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৫৮
জন্ম স্থান বাগদাদ, ইরাক
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
Al-Jaish
Salahaddin FC
Al-Rasheed
জাতীয় দল
1982–1989 ইরাক
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

খেলোয়াড়ী জীবন

সামির শাকের ১৯৮০-র দশকে বিশ্বের সেরা রক্ষণভাগের খেলোয়াড়দের একজন ছিলেন। তিনি আল-জাইশ, সালাহ-আল-দিন ও আল-রাশিদ ফুটবল ক্লাবগুলিতে খেলেন এবং ৪টি লিগ শিরোপা, ২টি কাপ ও রেকর্ডসংখ্যক ৩টি আরব শিরোপা জেতেন।[2]

সামির শাকের ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেন। বেলজিয়ামের বিরুদ্ধে ইরাকের খেলায় রেফারির দিকে থুতু নিক্ষেপের কারণে তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে বহিস্কার করা হয়।[3] এরপর তিনি আর দেশের হয়ে খেলেননি।

সামির শাকের ১৯৮৭ সালে বাংলাদেশের ঘরোয়া লিগে আবাহনী ক্রীড়াচক্রের হয়ে খেলেন, যদিও সে বছর আবাহনী লিগ শিরোপা জেতেনি। তিনি ছিলেন বাংলাদেশের ঘরোয়া লিগে আগত প্রথম বিশ্বমানের ফুটবলার। এরপর ১৯৯০-এর দশকে তিনি বাংলাদেশের জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাঁর অধীনে বাংলাদেশ ১৯৯৯ সালের দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতা সাফ ফুটবল শিরোপায় রানার-আপ হয় এবং ১৯৯৯ সালে নেপালে অনুষ্ঠিত সাফ গেমসে ফুটবলে স্বর্ণপদক জয় করে। তিনি বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল প্রশিক্ষক। এছাড়া তিনি বাংলাদেশের ঘরোয়া ক্লাব ফুটবল লিগে আবাহনী ক্রীড়াচক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব উভয়ের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।[2]

তথ্যসূত্র

  1. 1986 FIFA World Cup Mexico
  2. Hassanin Mubarak। "Player Database"। iraqsport.com। ১৮ জুন ২০০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  3. Mubarak, Hassanin (৮ ডিসেম্বর ২০১৯)। "The Yellow Shirts of Doom"The Blizzard। ২৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২০

আরও দেখুন

বহিঃসংযোগ

টেমপ্লেট:Iraq Squad 1986 World Cup টেমপ্লেট:Iraq Squad 1988 Summer Olympics

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.