সামান্থা মর্টন

সামান্থা জেন মর্টন (ইংরেজি: Samantha Jane Morton জন্ম ১৩ই মে ১৯৭৭)[1][2] হলেন একজন ইংরেজ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি বিফা পুরস্কার অর্জন করেছেন এবং একটি এমি পুরস্কার ও দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন।

সামান্থা মর্টন
Samantha Morton
২০০৮ সালে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্টন
জন্ম
সামান্থা জেন মর্টন

(1977-05-13) ১৩ মে ১৯৭৭
ক্লিফটন, নটিংহাম, ইংল্যান্ড
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেত্রী, চিত্রনাট্যকার, পরিচালক
কর্মজীবন১৯৯১-বর্তমান
সঙ্গীচার্লি ক্রিড-মিলস (১৯৯৯-২০০০)
হ্যারি হোম (২০০৫-বর্তমান)
সন্তান

নটিংহামে বেড়ে ওঠা মর্টন সেন্ট্রাল জুনিয়র টেলিভিশন ওয়ার্কশপে যোগ দেন এবং ১৯৯১ সাল থেকে ব্রিটিশ টেলিভিশন পর্দায় কাজ শুরু করেন। তিনি সোলজার সোলজারক্র্যাকার টেলিভিশন ধারাবাহিকে অতিথি ভূমিকায় এবং ১৯৯৫ থেকে ১৯৯৬ সালে আইটিভির ব্যান্ড অব গোল্ড ধারাবাহিকে অভিনয় করেন। নাট্যধর্মী এমা (১৯৯৬),জেন আইয়ার (১৯৯৭), ও আন্ডার দ্য স্কিন (১৯৯৭) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় সুনাম অর্জন করেন। আন্ডার স্য স্কিনের সাফল্যের পর উডি অ্যালেন তাকে সুইট অ্যান্ড লোডাউন (১৯৯৯) চলচ্চিত্রে কাজের সুযোগ দেন এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

মর্টন ১৯৭৭ সালের ১৩ই মে নটিংহামের ক্লিফটনে জন্মগ্রহণ করেন। তার মাতা পামেলা মালেক একজন ফ্যাক্টরি কর্মী এবং পিতা পিটার মর্টন।[3] মর্টন তাদের তৃতীয় সন্তান। ১৯৭৯ সালে তার পিতামাতার বিবাহবিচ্ছেদের পর তার আরও ছয়জন বৈমাত্রেয় ভাইবোন জন্মগ্রহণ করে। তিনি আট বছর পর্যন্ত তার পিতার সাথে বসবাস করেন।[4] তার পিতা মদ্যপ ছিলেন এবং তার মাতার তার দ্বিতীয় স্বামী ফ্রাংক ব্রেভউডের সাথে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলে তিনি আর তার পিতামাতার সাথে বসবাস করেন নি।[5] পরের নয় বছর তিনি পালিত পিতামাতার আশ্রয়ে এবং চিলড্রেনস হোমে কাটান। এই সময়ে তিনি ওয়েস্ট ব্রিজফোর্ড কমপ্রিহেনসিভ স্কুলে পড়াশোনা করেন এবং ১৩ বছর বয়সে সেন্ট্রাল জুনিয়র টেলিভিশন ওয়ার্কশপে যোগ দেন। সে সময়ে তিনি সোলজার সোলজারবুন টেলিভিশন ধারাবাহিকে কাজ করার প্রস্তাব পান।[2]

তথ্যসূত্র

  1. "Birth Registration Details"Ancestry.com। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮
  2. অ্যাডলি, ইস্থার (৪ অক্টোবর ২০০৭)। "Profile: Samantha Morton – 'I think she is attracted to women who have difficulties. It's very emotional when she takes a role to extremes ...'"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮
  3. "Samantha Morton profile"ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ মে ২০১০
  4. ওহ্যাগান, শন (৮ মে ২০১০)। "Samantha Morton interview: 'I could play a prostitute convincingly because my best friend was one'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮
  5. ওয়ার্ড, ভিক্টোরিয়া (৫ মার্চ ২০১১)। "Samantha Morton is told the stepfather she was searching for is dead"দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.