সামশুল হক চৌধুরী
সামশুল হক চৌধুরী (জন্ম: ২০ জুলাই ১৯৫৭) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ যিনি চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য।[1] তিনি জাতীয় সংসদের হুইপ।
সামশুল হক চৌধুরী | |
---|---|
বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৪ - চলমান | |
পূর্বসূরী | সাইফুজ্জামান চৌধুরী |
সংসদীয় এলাকা | চট্টগ্রাম-১২ |
কাজের মেয়াদ ২০০৮ – ২০১৪ | |
পূর্বসূরী | গাজী শাহজাহান জুয়েল |
উত্তরসূরী | এম. আবদুল লতিফ |
সংসদীয় এলাকা | চট্টগ্রাম-১১ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | চট্টগ্রাম | ২০ জুলাই ১৯৫৭
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
জীবিকা | শিল্পপতি |
প্রাথমিক জীবন
সামশুল হক চৌধুরী ২০ জুলাই ১৯৫৭ সালে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিকম পাশ।[2]
রাজনৈতিক জীবন
সামশুল হক চৌধুরী জাতীয় সংসদের হুইপ। তিনি ১৯৮৮ সালে চট্টগ্রামের আলকরন ওয়ার্ড থেকে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[3] ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।[4] ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[5]
তথ্যসূত্র
- বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২৩২। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৮।
- "Constituency 288"। www.parliament.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১০।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- পলিটিক্যাল ডেস্ক (৩১ ডিসেম্বর ২০১৮)। "একাদশ সংসদের সদস্য হলেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.