সামরিক পদ
সামরিক বাহিনীতে পদ ক্রমবিন্যাসের ব্যবহার প্রায় বিশ্বজনীন। চীনের গণমুক্তি ফৌজ (১৯৬৫-১৯৮৮), আলবেনিয় আর্মি (১৯৬৬-১৯৯১ এবং সোভিয়েত লাল বাহিনী (১৯১৮-১৯৩৫)[1] হলো দুর্লভ দৃষ্টান্ত যেখানে পদক্রমবিন্যাস বিলুপ্ত করা হয়ে ছিলো, কিন্তু কার্যক্রম পরিচালনাগত অসুবিধার জন্য আবার তা পুনঃবহাল করা হয়।
প্রাচীন ও মধ্যযুগের পদবিন্যাস
গ্রীক পদবিন্যাস
৫০১ খ্রিষ্ট অব্দ থেকে এথেন্সে বার্ষিকভাবে ১০ জন ব্যক্তিকে ষ্ট্র্যাটেজোস হিসেবে নির্বাচন করা হত। দশটা উপজাতি থেকে এই দশ জন নির্বাচিত হতেন ডেমোক্রেসি স্থাপনের জন্য। ষ্ট্র্যাটেজোস শব্দের অর্থ হচ্ছে সামরিক নেতা যাকে ইংরেজি জেনারেল হিসেবে অনুবাদ করা হয়। এই জেনারেলরা প্রাচীন পলেমার্কস বা যুদ্ধ নেতাদের সাথে কাজ করতেন। জেনারেলদের পরে পদমর্যাদা ছিল ট্যাক্সিয়ারহোস। এই মর্যাদা বর্তমান ব্রিগেডিয়ার পদমর্যাদার সমান।
আরও দেখুন
- তুলনামূলক সামরিক পদ
- মিলিটারি ইউনিট
সূত্র
- Rosignoli, Guido (1984). World Army Badges and Insignia Since 1939. Dorset: Blandford Press.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.