সাব্রুম

সাব্রুম (ইংরেজি: Sabroom) ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার একটি নগর পঞ্চায়েত-শাসিত শহর। ভারত বিভক্তির পূর্বে এটি পার্বত্য চট্টগ্রামের রামগড় উপজেলার একটি অংশ ছিল।১৯৪৭ তৎকালীন ভারত বিভক্তির সময় ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালে অসংখ্য বাঙালি হিন্দু উদ্বাস্তু বর্তমান বৃহত্তর নোয়াখালী জেলা(ফেনী অংশ), চট্টগ্রামের মিরসরাই থেকে দক্ষিণ ত্রিপুরায় অভিবাসী হন এবং বর্তমানে সাব্রুম জেলায় আদি নোয়াখালীর মানুষ সংখ্যাগরিষ্ঠ যা কথিত নোয়াখাইল্লা ভাষা গোষ্ঠী হিসেবে।

সাব্রুম
শহর
সাব্রুম ত্রিপুরা-এ অবস্থিত
সাব্রুম
সাব্রুম
ত্রিপুরা, ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২৩.০০° উত্তর ৯১.৭৩° পূর্ব / 23.00; 91.73
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাদক্ষিণ ত্রিপুরা
জনসংখ্যা (২০০১)
  মোট৫,৭৬৬
ভাষা
  অফিসিয়ালবাংলা, ককবরক, ইংরেজি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে সাব্রুম শহরের জনসংখ্যা হল ৫৭৬৬ জন।[1] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৮২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৬% এবং নারীদের মধ্যে এই হার ৭৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে সাব্রুম এর সাক্ষরতার হার বেশি। সাব্রুমে পানির সংকট রয়েছে, বিশেষত সুপেয় পানির। মানবিক দিক বিবেচনা করে সম্প্রতি বাংলাদেশ সাব্রুমে ১.৮২ কিউসেক পানি দিতে সম্মত হয়েছে।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.